Ajker Patrika

উনি কি ইন্তেকাল করেছেন, ফয়জুল করীমের ওপর হামলার প্রতিক্রিয়ায় সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুন ২০২৩, ২১: ২৭
উনি কি ইন্তেকাল করেছেন, ফয়জুল করীমের ওপর হামলার প্রতিক্রিয়ায় সিইসি

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন হয়েছে। সার্বিকভাবে নির্বাচন বেশ সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

আজ সোমবার খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফয়জুল করীমকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ বলা যায় কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রক্তাক্ত! এখন সবকিছু তো আপেক্ষিক। উনি কি ইন্তেকাল করেছেন? আমরা যেটা দেখেছি, ওনার কিন্তু রক্তক্ষরণ দেখিনি। যতটা শুনেছি তাঁকে পেছন থেকে কেউ ঘুষি মেরেছে। ওনার বক্তব্যও শুনেছি। উনি বলেছেন, “ভোট বাধাগ্রস্ত হচ্ছে না। আমাকে আক্রমণ করা হয়েছে।” আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি, ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কি না। আমরা যে খবর পেয়েছি, ভোট কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি এবং তাঁকে যে আহত করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সকলের সঙ্গে যোগাযোগ করেছি।’ 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘পুলিশ কমিশনারের সঙ্গে তাৎক্ষণিক কথা হয়েছে, ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা সুস্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত আপনাদের কোনো তথ্য দিতে পারব না। ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।’ 

দুই সিটিতে কত শতাংশ ভোট পড়েছে, জানতে চাইলে সিইসি বলেন, ‘খুলনায় যতটুকু তথ্য পেয়েছি এতে ৪২-৪৫ শতাংশ থাকার সম্ভাবনা। এটা চূড়ান্ত নয়, কম-বেশি হতে পারে। সঠিক তথ্য এখনই দিতে পারব না। তবে আনুমানিক যেটা বললাম বরিশালে আনুমানিক ৫০ শতাংশ ভোট পড়েছে। এর কম-বেশি হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত