নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও সকল অংশীজনদের অবদানের স্বীকৃতিতে জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
এর প্রথম ধাপে আজ জুলাই-এর প্রথম প্রহরে রাত ১২টায় ছাত্রদল জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করে।
এতে অংশ নেয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সংসদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় ১ জুলাই থেকে মাসব্যাপী আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাবেক ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান তাঁর বক্তব্যে বলেন, ‘জুলাই আগস্টের আন্দোলন একদিনের নয়। সাঈদ, ওয়াসিমেরা একদিনে এ আন্দোলন গড়ে তোলেনি। হাজার হাজার জনতা এ আন্দোলনে রক্ত দিয়েছে। ছাত্রদল নেতা ওয়াসিমের মতো অন্য যাদের রক্তের বিনিময়ে এ আন্দোলন হয়েছে তা আমরা বৃথা যেতে দেব না।’
আমানউল্লাহ আরও বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে। সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।’
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও সকল অংশীজনদের অবদানের স্বীকৃতিতে জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
এর প্রথম ধাপে আজ জুলাই-এর প্রথম প্রহরে রাত ১২টায় ছাত্রদল জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করে।
এতে অংশ নেয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সংসদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় ১ জুলাই থেকে মাসব্যাপী আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাবেক ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান তাঁর বক্তব্যে বলেন, ‘জুলাই আগস্টের আন্দোলন একদিনের নয়। সাঈদ, ওয়াসিমেরা একদিনে এ আন্দোলন গড়ে তোলেনি। হাজার হাজার জনতা এ আন্দোলনে রক্ত দিয়েছে। ছাত্রদল নেতা ওয়াসিমের মতো অন্য যাদের রক্তের বিনিময়ে এ আন্দোলন হয়েছে তা আমরা বৃথা যেতে দেব না।’
আমানউল্লাহ আরও বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে। সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।’
ছিনতাই করতে গিয়ে মারা যাওয়া ব্যক্তিদের নাম জুলাই শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘ছিনতাই করতে গিয়ে মারা যাওয়া ও জুলাই আন্দোলন-সংগ্রামে যারা ছিল না, তাদের তালিকায় আনা হয়েছে।’
১ ঘণ্টা আগেঅভ্যুত্থানের পরাজিত শক্তি জুলাইয়ের অর্জনকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগেনাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘কেউ যদি এখনকার যে আকাঙ্ক্ষা, যা প্রস্ফুটিত, যা বোঝা গেছে, যা প্রকাশিত; তার সঙ্গে বেইমানি করতে চেষ্টা করে, তার বিরুদ্ধে লড়াই হবে। একেবারে নতুন ধরনের একটা পলিটিকস তৈরি হবে। নতুন ধরনের একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি হবে।’
২ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘উপদেষ্টা পরিষদের যে ফিটনেস দেখতে পাচ্ছি তাতে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। আগামীতে স্বৈরাচারীরা নাশকতা ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবিলম্বে জুলাই সনদের ঘোষণা দিন।’
২ ঘণ্টা আগে