নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়াকে অসুস্থ বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে। সেখানে আমরা কখনোই লিখে রাখিনি, তিনি রাজনীতি করতে পারবেন না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, তিনি একজন স্বাধীন মানুষ। তিনি কী করবেন, সেটা আমার বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তাঁকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় অসুস্থ বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে।’
আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
যদিও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছেন, ক্ষমতাসীন দলের শীর্ষ এক নেতা সম্প্রতি এমন দাবি করেছেন।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘যেই চিঠিটা লেখা হয়েছে, সেখানে তাঁর শারীরিক অবস্থা এমন ছিল যে, তাঁকে সুচিকিৎসা না দিলে জীবন বিপন্ন হচ্ছে। যিনি অসুস্থ, তিনি কি রাজনীতি করতে পারেন? যিনি অসুস্থ তিনি রাজনীতি করতে পারবেন না—এটাই আমার মনে হয় বেস্ট জাজমেন্ট।’
মুক্তির শর্তের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘অসুস্থতার গ্রাউন্ডে দুটি শর্ত দিয়ে তাঁকে (খালেদা জিয়া) মুক্ত করা হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি করা থেকে বিরত থাকতে হবে—এ রকম কোনো শর্ত সেখানে ছিল না। কারণ, শেখ হাসিনার সরকার মনে করে, কারও এ রকম স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করাটা ঠিক না।’
খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যদি বলা হয় তিনি নির্বাচন করতে পারবেন, তাহলে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে যেতে হবে। ৬৬নং অনুচ্ছেদে বলা আছে, কারও যদি নৈতিক স্খলনের কারণে দুই বছর বা তার বেশি সাজা হয়, তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না। এগুলো তো স্পষ্ট।’
এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান বক্তব্য দেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়াকে অসুস্থ বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে। সেখানে আমরা কখনোই লিখে রাখিনি, তিনি রাজনীতি করতে পারবেন না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, তিনি একজন স্বাধীন মানুষ। তিনি কী করবেন, সেটা আমার বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তাঁকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় অসুস্থ বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে।’
আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
যদিও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছেন, ক্ষমতাসীন দলের শীর্ষ এক নেতা সম্প্রতি এমন দাবি করেছেন।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘যেই চিঠিটা লেখা হয়েছে, সেখানে তাঁর শারীরিক অবস্থা এমন ছিল যে, তাঁকে সুচিকিৎসা না দিলে জীবন বিপন্ন হচ্ছে। যিনি অসুস্থ, তিনি কি রাজনীতি করতে পারেন? যিনি অসুস্থ তিনি রাজনীতি করতে পারবেন না—এটাই আমার মনে হয় বেস্ট জাজমেন্ট।’
মুক্তির শর্তের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘অসুস্থতার গ্রাউন্ডে দুটি শর্ত দিয়ে তাঁকে (খালেদা জিয়া) মুক্ত করা হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি করা থেকে বিরত থাকতে হবে—এ রকম কোনো শর্ত সেখানে ছিল না। কারণ, শেখ হাসিনার সরকার মনে করে, কারও এ রকম স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করাটা ঠিক না।’
খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যদি বলা হয় তিনি নির্বাচন করতে পারবেন, তাহলে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে যেতে হবে। ৬৬নং অনুচ্ছেদে বলা আছে, কারও যদি নৈতিক স্খলনের কারণে দুই বছর বা তার বেশি সাজা হয়, তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না। এগুলো তো স্পষ্ট।’
এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান বক্তব্য দেন।
ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। রোববার (১৯ অক্টোবর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২১ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলের প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেনির্বাচন কমিশনকে ‘গনিমতের মাল’ হিসেবে সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগেহেনস্তার শিকার আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে ভেতরে ঢুকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন।
৪ ঘণ্টা আগে