Ajker Patrika

বিএনপি নেতা আমানকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৮: ০৮
বিএনপি নেতা আমানকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। কর্মসূচি চলাকালে গাবতলী এলাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন পুলিশ তাঁকে একটি ভ্যানে তুলে নিয়ে যায়।

তাঁকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আজ শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিতে গাবতলী থেকে দলটির সাতজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। বিএনপি নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী বেলা ১১টার দিকে গাবতলীর হোটেল ইসলামিয়াসংলগ্ন খালেক এন্টারপ্রাইজ বাস কাউন্টারের সামনে আসেন। এ সময় পুলিশ চারপাশ দিয়ে তাঁদের ঘিরে ধরে। ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরাও এ সময় শোডাউনে করেন।

আমান উল্লাহ আমানের চারপাশ থেকে সাতজন নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। দুপুর পৌনে ১২টার দিকে গাবতলী সড়কে আমান উল্লাহ অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে ধরে একটি ভ্যানে করে নিয়ে যায়।

ডিএমপির মিরপুরের এডিসি নাজমুল ফিরোজ জানান, আমান উল্লাহ আমানকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত