Ajker Patrika

আ.লীগের লোকজন বঙ্গবাজার দখলের চেষ্টা করছিল, তারাই এ ঘটনা ঘটিয়েছে: মির্জা ফখরুল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৬: ৪৪
Thumbnail image

বঙ্গবাজারের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন জড়িত। নিরপেক্ষ তদন্ত করলেই এ সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনাটি বিএনপি ঘটিয়েছে কি না—ক্ষমতাসীনদের এমন সন্দেহের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

আজ শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘আমরা চেয়েছি একটা নিরপেক্ষ তদন্ত। প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয়, তাহলে সম্ভাবনা আছে এটা বেরিয়ে আসার যে, এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। বহুদিন ধরে আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী লোকজন বঙ্গবাজার দখলের চেষ্টা করছিলেন, তারাই এই ঘটনা ঘটিয়েছেন। তদন্ত করলে এটাই বেরিয়ে আসবে।’

গত বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর কলোনি মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবাজারসহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, আন্দোলনে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটাচ্ছে কি না, তা আমরা খতিয়ে দেখছি এবং তা তদন্ত করা দরকার।’

ওবায়দুল কাদেরের ওই বক্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমার মনে হয় ওবায়দুল কাদের সাহেব লোক হাসানোর জন্য এমন বক্তব্য দিয়েছেন।’

এর আগে সকালে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনায় বসেন বিএনপি ও ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির নেতারা। ওই আলোচনার বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত