Ajker Patrika

ব্যাংককের হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে তাঁকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। 

এর আগে সন্ধ্যায় বাংলাদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে একমাত্র ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে সঙ্গে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের উদ্দেশে রওনা করেন তিনি। সাদের স্ত্রী মাহিমা এরশাদও তাঁদের সঙ্গে গেছেন। 

রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান এই খবর নিশ্চিত করেছেন। সাদ এরশাদের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ৯টার দিকে ব্যাংককে পৌঁছান রওশন এরশাদ। এরপর তাঁকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফুসফুসের জটিলতা নিয়ে গত ১৪ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন ৭৮ বছর বয়সী রওশন এরশাদ। শারীরিক অবস্থার উন্নতি-অবনতির মধ্য দিয়ে প্রায় তিন মাস ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুরুতে বেশ কিছুদিন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয় তাঁকে। গত ২০ অক্টোবর অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয়। বেশ কিছুদিন আগে থেকেই উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় এত দিন সেটা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত