Ajker Patrika

রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে: সিপিবি

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির পক্ষ থেকে এসব ঘটনার দ্রুত তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। একইসঙ্গে দলটি জানিয়েছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।

আজ শনিবার (১২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বিবৃতিতে বলা হয়, ঢাকা, খুলনা ও চাঁদপুরে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো প্রমাণ করে, সহিংসতা ও বিচারহীনতা আমাদের সমাজকে কতটা গ্রাস করেছে। রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদলের মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা করেছে। এ ঘটনায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কীভাবে বেপরোয়া হয়ে উঠছে, তা আবারও স্পষ্ট হয়েছে।

এ ছাড়া, খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় রাজনৈতিক সহিংসতার ভয়াবহতা আরও সামনে এসেছে। চাঁদপুরে জুমার নামাজের পর মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে একই নামাজে অংশগ্রহণকারী এক ব্যক্তি কুপিয়ে জখম করেন। এ ঘটনা ধর্মীয় উগ্রতা ও উন্মাদনার বিপজ্জনক দৃষ্টান্ত।

বিবৃতিতে আরও বলা হয়, এই তিনটি ঘটনা আমাদের সামাজিক ও রাজনৈতিক সংকটের চিত্র তুলে ধরে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। সরকার ও প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর ভেতরে সন্ত্রাস ও অপরাধের স্থান বন্ধ করতে হবে। ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই ধরনের বর্বরতা বন্ধ হবে না। তাই জনগণকে সচেতন হয়ে রাস্তায় নেমে এই সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত