Ajker Patrika

ধাওয়ার পরও জামায়াত-পুলিশ মুখোমুখি, মিলতে পারে সমাবেশের অনুমতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮: ৩৯
ধাওয়ার পরও জামায়াত-পুলিশ মুখোমুখি, মিলতে পারে সমাবেশের অনুমতি 

আরামবাগে অবস্থান নিয়েছেন জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী। তাঁরা সমাবেশের অনুমতি না পেলেও সকাল থেকেই কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁদের ধাওয়া করে পুলিশ। পরে আবারও তাঁরা পুলিশের মুখোমুখি হন। জানা যায়, শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পেতে পারে জামায়াত।

পুলিশের ধাওয়ার কিছু সময় পর পরিস্থিতি বদলাতে থাকে। বেলা ১১টার দিকে মতিঝিলের বিভিন্ন অলিগলি থেকে হাজার হাজার নেতা-কর্মী একত্রিত হন। ব্যারিকেড দিয়ে আটকে রাখে পুলিশ। কিন্তু জামায়াত-শিবিরের সংখ্যার তুলনায় পুলিশের উপস্থিতি সেখানে অনেক কম। 

জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তবে তাঁরা শাপলা চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ঘিরে রাখে।

ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলছে, পরিস্থিতি বিবেচনায় আজকের সমাবেশের ইস্যুতে জামায়াতকে ছাড় দিতে পারে তারা। তবে সেখানে কিছু শর্ত জুড়ে দেওয়া হবে। ঘণ্টাখানেকের মধ্যে সমাবেশ শেষ করে রাস্তা ছেড়ে যেতে হবে, মূল রাস্তার বাইরে দাঁড়াতে পারবে না কেউ। চারপাশ দিয়ে পুলিশ ঘিরে রাখবে তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত