Ajker Patrika

নিজের ঘর সামলান, মাতবরি থামান: ভারতের উদ্দেশে গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৬: ৪৪
নিজের ঘর সামলান, মাতবরি থামান: ভারতের উদ্দেশে গয়েশ্বর

বর্তমান সরকারের পক্ষে অবস্থান না নিয়ে নিজেদের ঘর সামাল দিতে প্রতিবেশী দেশ ভারতকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

আজ শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জে গণমিছিলপূর্ব সমাবেশে তিনি ভারতের উদ্দেশে বলেন, ‘নিজের ঘর সামলান, পরের ঘরের মাতবরি করা থামিয়ে দিন। ১৮ কোটি মানুষ যেখানে আছে, সেখানে কারও মাতবরি টিকে না, হাসিনার টিকে থাকার জন্য।’

গয়েশ্বর বলেন, ‘ভারত ২০১৪ সালের মতো, ২০১৮ সালের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। চ্যালেঞ্জ, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এটা বাস্তবায়ন করতে দেবে না।’ 

গয়েশ্বর আরও বলেন, ‘আজকে কোন দেশ কী বলল, তাতে কিছু যায় আসে না। আমাদের অধিকার আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে, আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত