নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২৫ জনকে পূর্ণমন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
পূর্বের মন্ত্রিসভায় থাকলেও এবারের মন্ত্রিসভায় স্থান পাননি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। এই মন্ত্রিসভা তার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা রাখি।’
নিজের পরিকল্পনার জানিয়ে নুরুজ্জামান বলেন, ‘আমি তো জাতীয় সংসদের সদস্য আছিই। সংসদ সদস্য হিসেবে আমার যে ভূমিকা, তা যথাযথভাবে পালন করব।’
যিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন তার প্রতি কী পরামর্শ থাকবে জানতে চাইলে নুরুজ্জামান বলেন, ‘মন্ত্রণালয়কে গতিশীল ও বেগবান করার জন্য আমি যে কাজগুলো অসম্পূর্ণ রেখে এসেছি, তিনি সেগুলো শেষ করবেন এটাই আশা করব।’
বাবার হাত ধরে রাজনীতিতে আসেন নুরুজ্জামান আহমেদ। তার বাড়ি লালমনিরহাট-২ আসনের কালীগঞ্জে। উপজেলার তুষভান্ডার আরএমএমপি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে তিনি মাধ্যমিক এবং ১৯৬৭ ও ১৯৬৯ সালে কারমাইকেল কলেজ থেকে পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক বিকম পাস করেন। বাবা প্রয়াত করিম উদ্দিন আহমেদ ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নুরুজ্জামান প্রথমে খাদ্য প্রতিমন্ত্রী এবং পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি পূর্ণ মন্ত্রী হন।
টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২৫ জনকে পূর্ণমন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
পূর্বের মন্ত্রিসভায় থাকলেও এবারের মন্ত্রিসভায় স্থান পাননি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। এই মন্ত্রিসভা তার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা রাখি।’
নিজের পরিকল্পনার জানিয়ে নুরুজ্জামান বলেন, ‘আমি তো জাতীয় সংসদের সদস্য আছিই। সংসদ সদস্য হিসেবে আমার যে ভূমিকা, তা যথাযথভাবে পালন করব।’
যিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন তার প্রতি কী পরামর্শ থাকবে জানতে চাইলে নুরুজ্জামান বলেন, ‘মন্ত্রণালয়কে গতিশীল ও বেগবান করার জন্য আমি যে কাজগুলো অসম্পূর্ণ রেখে এসেছি, তিনি সেগুলো শেষ করবেন এটাই আশা করব।’
বাবার হাত ধরে রাজনীতিতে আসেন নুরুজ্জামান আহমেদ। তার বাড়ি লালমনিরহাট-২ আসনের কালীগঞ্জে। উপজেলার তুষভান্ডার আরএমএমপি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে তিনি মাধ্যমিক এবং ১৯৬৭ ও ১৯৬৯ সালে কারমাইকেল কলেজ থেকে পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক বিকম পাস করেন। বাবা প্রয়াত করিম উদ্দিন আহমেদ ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নুরুজ্জামান প্রথমে খাদ্য প্রতিমন্ত্রী এবং পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি পূর্ণ মন্ত্রী হন।
ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে...
৩২ মিনিট আগে১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক...
৩ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা নতুন দল গঠন করতে যাচ্ছে। এ নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গনসহ দেশের সবখানে। উদ্যোক্তারা বলছেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই আত্মপ্রকাশ করবে নতুন দল। নাম-প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। তবে নাম যা-ই হোক, দলটির আদর্শ হবে ‘মধ্যম পন্থা’। চূড়ান্ত ডান বা বাম—কোনো দিকেই...
৬ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুর রহমানের লাশ পেয়েছে তাঁর পরিবার। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কখন তাঁর মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তাঁর ভাই আবুল কালাম।
৬ ঘণ্টা আগে