Ajker Patrika

ফের প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না : নাগরিক কমিটির মুখপাত্র

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকানগর পাঠাগার ও মিলনায়তনে আজ বিকেলে নারী সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকানগর পাঠাগার ও মিলনায়তনে আজ বিকেলে নারী সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, ‘উপদেষ্টা পরিষদে পর্যাপ্ত নারীর উপস্থিতি নেই। কীভাবে নারীদের এ সেক্টরে যুক্ত করতে হবে, সে বিষয়টি আমাদেরই বের করতে হবে। আমরা সংস্কারের কথা বলছি। সেই সঙ্গে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের কথা বলছি। এখানে তিনটি অবৈধ নির্বাচনের পরে ফের প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না। অবশ্যই গণপরিষদ নির্বাচন আগে হতে হবে এবং সংবিধান পুনঃ লিখন করতে হবে।’

নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকানগর পাঠাগার ও মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত নারী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন সামান্তা।

সামান্তা শারমিন বলেন, শেখ হাসিনা নারী নেতৃত্বের নামে নারীদের পিছিয়ে রাখার অনেক অপকৌশল করেছে। সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্ব তৈরিতে বাধা দিয়েছে। বাক্স্বাধীনতার কথা বলতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কোবরা গ্রেপ্তার হয়েছিল। জেল, জুলুম, নির্যাতনে নারীরাও শিকার হয়েছেন। যেসব পুরুষ জেলে ছিলেন তাঁদের বাসার নারীদের ওপরও জুলুম করা হয়েছে। এই বিচার আমাদের চাইতে হবে। এ কারণে আমরা আওয়ামী লীগ ও হাসিনার বিচার চাইছি। তাঁকে দেশে ফেরানো হোক এবং বিচার করা হোক।’

সামান্তা বলেন, ‘জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অগ্রগামী। নারীরা তাঁদের কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাঁরা বলেছেন, আমাদের কোটার প্রয়োজন নেই, মেধার ভিত্তিতে বণ্টন নিশ্চিত করেন। মেধার ভিত্তিতেই আমরা এগিয়ে যেতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত