নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলাও অংশ নেন।
বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জাপা মহাসচিব আজকের পত্রিকাকে জানান, বৈঠকে সমকালীন রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ভাবনার বিষয়ে জানতে চান রাষ্ট্রদূতেরা। ভোটগ্রহণের পদ্ধতি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কি সমস্যা জানতে চান তারা। এই জিজ্ঞাসার বিপরীতে ইভিএম এর বিষয়ে আপত্তি জানিয়ে জাপার পক্ষ থেকে বলা হয়, ইভিএম এ ভোটগ্রহণ জাপা বিশ্বাস করে না। জাপা বিশ্বাস করে এই পদ্ধতিতে ভোট হলে কারচুপির অবারিত সুযোগ রয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের অন্যতম বিরোধী দল বিএনপি আন্দোলন করছে। এই দাবির বিষয়ে জাতীয় পার্টির অবস্থানও জানতে চান রাষ্ট্রদূতেরা-এমনটা জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা বলেছি জাতীয় পার্টি বরাবরই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। কারণ বিএনপি এবং আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা মনে করি নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ হলে নির্বাচন কমিশনকে পরিপূর্ণ স্বাধীনতা দিলে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
এদিকে বৈঠক নিয়ে ইইউর ঢাকা মিশন এক টুইট বার্তায় জানিয়েছে, ইইউর মিশন প্রধানেরা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছে। আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনা করেছি।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ছাড়াও জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতাসহ আরও কয়েকজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলাও অংশ নেন।
বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জাপা মহাসচিব আজকের পত্রিকাকে জানান, বৈঠকে সমকালীন রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ভাবনার বিষয়ে জানতে চান রাষ্ট্রদূতেরা। ভোটগ্রহণের পদ্ধতি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কি সমস্যা জানতে চান তারা। এই জিজ্ঞাসার বিপরীতে ইভিএম এর বিষয়ে আপত্তি জানিয়ে জাপার পক্ষ থেকে বলা হয়, ইভিএম এ ভোটগ্রহণ জাপা বিশ্বাস করে না। জাপা বিশ্বাস করে এই পদ্ধতিতে ভোট হলে কারচুপির অবারিত সুযোগ রয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের অন্যতম বিরোধী দল বিএনপি আন্দোলন করছে। এই দাবির বিষয়ে জাতীয় পার্টির অবস্থানও জানতে চান রাষ্ট্রদূতেরা-এমনটা জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা বলেছি জাতীয় পার্টি বরাবরই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। কারণ বিএনপি এবং আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা মনে করি নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ হলে নির্বাচন কমিশনকে পরিপূর্ণ স্বাধীনতা দিলে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
এদিকে বৈঠক নিয়ে ইইউর ঢাকা মিশন এক টুইট বার্তায় জানিয়েছে, ইইউর মিশন প্রধানেরা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছে। আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনা করেছি।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ছাড়াও জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতাসহ আরও কয়েকজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।
১৩ ঘণ্টা আগেনির্বাচন পেছাতে দেশে-বিদেশে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এই অভিযোগের কথা জানান।
১৪ ঘণ্টা আগেসামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একই সঙ্গে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এতে দেশের পুরোনো শাসনকাঠামো, সংবিধান পরিবর্তন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
১৬ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের মাটিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কেউ যাতে নির্বাচন নিয়ে কথা না বলে। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
১৭ ঘণ্টা আগে