Ajker Patrika

আওয়ামী লীগও অনড়, সমাবেশ বায়তুল মোকাররমের গেটেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৮: ৫৮
আওয়ামী লীগও অনড়, সমাবেশ বায়তুল মোকাররমের গেটেই

আগামী শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশের বিষয়ে বিএনপি অনড় অবস্থান প্রকাশের পর একই দিনে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশের বিষয়ে অনমনীয় ভাব দেখিয়েছে আওয়ামী লীগ।

স্থান পরিবর্তনে পুলিশের আহ্বানের জবাবে চিঠিতে ক্ষমতাসীন দলটি বলছে, সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন স্বল্প সময়ের মধ্যে সমাবেশের ভেন্যু পাল্টানো দুরূহ।  

পুলিশের দেওয়া চিঠির জবাবে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন দলের অবস্থান জানান।  

গতকাল বুধবার রিয়াজ উদ্দিনের কাছে বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য চেয়েছিল পুলিশ। 

পুলিশকে আওয়ামী লীগ জানিয়েছে, ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সকল প্রস্তুতি সম্পন্ন। অল্প সময়ের মধ্যে অন্য কোথাও সমাবেশের ভেন্যু করা দূরূহ।  

ওই দিন সমাবেশ সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হবে। সমাবেশে দুই লাখ লোক সমাগম হতে পারে বলে ক্ষমতাসীন দল জানিয়েছে।

এদিকে ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েরর সামনে মহাসমাবেশের বিষয়ে অনড় বিএনপি। পুলিশের দেওয়া চিঠির জবাবে দলটি বলেছে, ‘তারা নয়াপল্টনেই মহাসমাবেশ করবে। তাদের সকল প্রস্তুতি সম্পন্ন। অন্য কোনো ভেন্যু যাওয়া সম্ভব না।’ 

একই দিনে শাপলা চত্বরে মহাসমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের ভারপ্রাপ্ত আমীর মুজিবুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত