Ajker Patrika

বিএনপি হত্যা-ক্যু-ষড়যন্ত্র-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি হত্যা-ক্যু-ষড়যন্ত্র-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এ দেশের হত্যা-ক্যু-ষড়যন্ত্র-দুর্বৃত্তায়ন-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। আজ সোমবার তিনি এক বিবৃতিতে বিএনপি নেতাদের দুরভিসন্ধিমূলক মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন। 

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘বিএনপি নেতারা তাঁদের চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখে নানামুখী ষড়যন্ত্র-চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’ 

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে তাদের ১৫ আগস্টের নির্মম-নিষ্ঠুর পাশবিক মানসিকতা এবং ২১ আগস্টের বর্বরতা ও পৈশাচিকতাকে ধারণ করে উল্লেখ করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বলেছেন, ‘ঐতিহাসিকভাবেই বিএনপি স্বৈরতান্ত্রিক আচরণ এবং জঙ্গি-সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতিকে লালন করে আসছে।’ 

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে বিএনপি কখনো হৃদয়ে ধারণ করে না। এমনকি রাজনৈতিক কার্যক্রমেও চর্চা করে না। 

গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন নিষেধাজ্ঞায় বিশ্বব্যাপী অর্থনীতিতে যখন একটি অনাকাঙ্ক্ষিত সংকট সৃষ্টি হয়েছে, তখন এই বৈশ্বিক সংকটকে পুঁজি করে জাতীয় রাজনৈতিক সংকট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূলে রয়েছে ২১ আগস্টের মাস্টার মাইন্ড খুনি তারেক রহমান ও তার দল বিএনপি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত