Ajker Patrika

ঢাকা-১৭ আসনে জাপার প্রার্থী সিকদার আনিসুর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২৩, ১০: ১২
ঢাকা-১৭ আসনে জাপার প্রার্থী সিকদার আনিসুর 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন মেজর (অব.) সিকদার আনিছুর রহমান। চট্টগ্রাম-১০ আসনে পার্টির মনোনয়ন পেয়েছেন মো. সামসুল আলম।

আজ বুধবার জাপার চেয়ারম্যান জি এম কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। গণমাধ্যমে পাঠানো জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। জাপা চেয়ারম্যানসহ সেখানে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এটিইউ তাজ রহমান, শামীম হায়দার পাটোয়ারী ও রেজাউল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন। 

এদিকে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনীত প্রার্থী কাজী মো. মামুনূর রশিদ। আজ বুধবার দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। মামুনূর রশিদের মনোনয়নপত্রের সঙ্গে রিট পিটিশনে লাঙ্গল প্রতীকের ১১৫৩/ ২০০০ সালের মামলার রায়ের কপি ছাড়াও ২০১৯ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে অনুমোদিত ও তৎকালীন মহাসচিব স্বাক্ষরিত দলীয় গঠনতন্ত্রের প্রথম মুদ্রণ কপিও সংযুক্তি হিসেবে দেওয়া হয়েছে। এ সময় জাপা থেকে বহিষ্কৃত বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৭ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত