Ajker Patrika

বিএনপি দুর্নীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২২: ১১
বিএনপি দুর্নীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি: হানিফ

বিএনপি দুর্নীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির কাছ থেকে এ দেশের মানুষের কোনো প্রাপ্তি নেই।’

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি দুর্নীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি। আন্দোলনের নামে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। বিএনপির কাছ থেকে দেশের মানুষের কোনো প্রাপ্তি নেই। তারা জঙ্গি সন্ত্রাসী অপকর্মের সঙ্গে জড়িত।’

বিএনপির আন্দোলন সফল হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করল। কিন্তু তারা সেই আন্দোলনের হালে পানি পায়নি। যে আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, সে আন্দোলন কখনো সফল হয় না।’

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে হানিফ বলেন, ‘২০০৭ সালের কুশীলবরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। মানুষের টাকা আত্মসাৎকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না, এটা নিয়ে সবার মাথাব্যথা। কিন্তু আইন তো সবার জন্য সমান। নোবেল পুরস্কার পেয়েছেন বলে তিনি কি আইনের ঊর্ধ্বে?’ 

বিশ্বের অনেক নোবেল বিজয়ীর নামে মামলা এবং শাস্তির নজির আছে উল্লেখ করে হানিফ বলেন, ‘এখন যারা ড. ইউনূসকে নিয়ে কথা বলছেন তাঁরা কি ওসব নোবেল বিজয়ীর শাস্তি দেখতে পান না? যাঁরা ড. ইউনূসের বিষয়ে বিবৃতি দিচ্ছেন, কথা বলছেন তাঁদের তো উচিত ওই সব নোবেল বিজয়ীদের নিয়েও কথা বলা।’ 

দেশে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এগুলো বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের উন্নয়ন এখনো অনেকেই সহ্য করতে পারে না। তাই যখনই বাংলাদেশ এগিয়ে যায়, তখনই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র শুরু হয়ে যায়।’ 

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই। তারপরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। কারণ, তারা সংবিধান মানে না। বিচার, আইন ও আদালত কোনো কিছুই তারা মানে না। প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করছেন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। আর এ জন্য নির্বাচন কমিশনকে সরকার সর্বত্র সহযোগিতা করবে। এটা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। তারপরও তারা মানে না।’ 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় কমিটির সদস্য অ্যাড. বলরাম পোদ্দার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত