Ajker Patrika

কেন্দ্রে গিয়ে ভোট দিতে ১৯৭ বিশ্ববিদ্যালয়শিক্ষকের খোলাচিঠি

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২২: ৫৩
কেন্দ্রে গিয়ে ভোট দিতে ১৯৭ বিশ্ববিদ্যালয়শিক্ষকের খোলাচিঠি

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসীর কাছে খোলাচিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৯৭ শিক্ষক। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার পরিপ্রেক্ষিতে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ‘সচেতন শিক্ষক সমাজ’–এর ব্যানারে এই আহ্বান জানিয়েছেন তাঁরা। 

আজ শনিবার সকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৯৭ শিক্ষকের মতামত নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক রেজুয়ান শুভ্র স্বাক্ষরিত খোলাচিঠিতে বলা হয়েছে, ‘মাত্র কিছুদিন আগেই বাংলাদেশ নামক ভূখণ্ডটি তার বিজয়ের ৫৩তম দিবস উদ্‌যাপন করেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৩০ লাখ শহীদ, ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রের মুখেও দেশটি সামগ্রিকভাবে অর্থনীতিতে প্রভূত উন্নতি সাধন করেছে।

‘বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার বিগত তিন মেয়াদে দেশবাসীর অকুণ্ঠ সমর্থন নিয়ে দেশটিকে সুন্দরভাবে পরিচালনা করেছে; যা দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন ইনডেক্স রিপোর্টে বহুল প্রশংসিত হয়েছে। এ ছাড়া বিগত বছরগুলোতে পরিকল্পনামাফিক বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। আর এর সুবিধা দেশবাসী ইতিমধ্যে পাওয়া শুরু করেছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখেও শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, ব্যবসা-বাণিজ্য ও পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। এ ছাড়া করোনা মহামারিকে বর্তমান সরকার অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করেছে, যা বিশ্বের প্রতিটি দেশে প্রশংসিত হয়েছে।’

‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি জনগণ একটি উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে মহান জাতীয় সংসদে তাঁদের প্রতিনিধি প্রেরণ করবেন, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম অংশ। একটি স্বাধীন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবেই এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করার সাংবিধানিক দায়িত্ব পালন করছে। প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জনগণ প্রতিনিয়ত কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন ব্যবস্থা অবলোকন করছেন, যা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিচায়ক।’

‘সংবিধানিক বাধ্যবাধকতা থাকার পরিপ্রেক্ষিতে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করার আহ্বান জানিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত