নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে মঞ্চ। আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি সমর্থন করেন, তাঁরা এই মঞ্চ থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে।
মঞ্চ তৈরিতে কাজ করা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে পাঁচটি ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা কাজ শেষ করে ফেলবেন।
মঞ্চ তৈরির দায়িত্বে থাকা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতারা। দলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের পাশাপাশি সারা দেশ থেকে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী আসবেন। এ ছাড়া গতকাল রাতেই এনসিপির বিক্ষোভে সমর্থন জানায় জমায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার সামনে বাড়ছে জমায়েত। যমুনার সামনের সড়কে স্থান সংকুলান হবে না বিবেচনায় মিন্টু রোডে ফোয়ারার মোড়ে মঞ্চ তৈরির কাজ চলছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মো. হিফজুর রহমান বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশ থেকে আমাদের নেতা-কর্মীরা আসতেছে। বিভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির আন্দোলনে সমর্থন জানিয়েছে। তাই যমুনার সামনে জায়গা সংকুলানের কথা বিবেচনা করে মিন্টু রোডের মুখে মোড়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। এখান থেকেই আমাদের দাবি সারা দেশে ছড়িয়ে পড়বে। এই মঞ্চ থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে নতুন ঘোষণা আসবে।’
গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে এনসিপি। আজ সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন এনসিপি ও অন্যান্য দল ও সংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা।
বিক্ষোভকে কেন্দ্র করে যমুনার চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তায় ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে যমুনার আশপাশে।
আরও পড়ুন:–
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে মঞ্চ। আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি সমর্থন করেন, তাঁরা এই মঞ্চ থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে।
মঞ্চ তৈরিতে কাজ করা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে পাঁচটি ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা কাজ শেষ করে ফেলবেন।
মঞ্চ তৈরির দায়িত্বে থাকা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতারা। দলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের পাশাপাশি সারা দেশ থেকে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী আসবেন। এ ছাড়া গতকাল রাতেই এনসিপির বিক্ষোভে সমর্থন জানায় জমায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার সামনে বাড়ছে জমায়েত। যমুনার সামনের সড়কে স্থান সংকুলান হবে না বিবেচনায় মিন্টু রোডে ফোয়ারার মোড়ে মঞ্চ তৈরির কাজ চলছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মো. হিফজুর রহমান বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশ থেকে আমাদের নেতা-কর্মীরা আসতেছে। বিভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির আন্দোলনে সমর্থন জানিয়েছে। তাই যমুনার সামনে জায়গা সংকুলানের কথা বিবেচনা করে মিন্টু রোডের মুখে মোড়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। এখান থেকেই আমাদের দাবি সারা দেশে ছড়িয়ে পড়বে। এই মঞ্চ থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে নতুন ঘোষণা আসবে।’
গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে এনসিপি। আজ সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন এনসিপি ও অন্যান্য দল ও সংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা।
বিক্ষোভকে কেন্দ্র করে যমুনার চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তায় ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে যমুনার আশপাশে।
আরও পড়ুন:–
ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। রোববার (১৯ অক্টোবর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলের প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেনির্বাচন কমিশনকে ‘গনিমতের মাল’ হিসেবে সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
৩ ঘণ্টা আগেহেনস্তার শিকার আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে ভেতরে ঢুকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন।
৫ ঘণ্টা আগে