Ajker Patrika

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২৩, ২২: ২৫
দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না সিপিবি

দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

আজ শুক্রবার পল্টন মোড়ে সিপিবি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন প্রিন্স।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘চলমান দুঃশাসনের কবল থেকে বাঁচতে হলে জনগণের দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে হটাতে হবে। সরকার আবারও একটি প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু দলীয় সরকারের অধীনে সিপিবি নির্বাচনে অংশগ্রহণ করবে না।’

সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ‘সরকার সক্ষমতা তৈরি না করেই অসম চুক্তির মাধ্যমে গত ১২ বছর ধরে দেশি-বিদেশি কয়েকটি কোম্পানিকে প্রায় লক্ষকোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়েছে। ক্ষমতাসীনদের লুটকৃত অর্থ অবাধে পাচার হয়েছে। বৈদেশিক ঋণনির্ভর উন্নয়ন প্রকল্পগুলো সরকারের বিজ্ঞাপন ব্যয় হিসেবেই শুধু কাজের, কিন্তু ন্যূনতম টেকসই মডেল হিসেবে দাঁড়াতে পারেনি। বরং আসন্ন সুদ এবং ঋণ পরিশোধের দায়ের কাছে দেশের ভবিষ্যৎ বন্ধক দিয়ে বসে আছে সরকার। বহুজাতিক ফিন্যান্স পুঁজি এরই মধ্যে দেশের সার্বভৌমত্ব গিলে বসে আছে।’ 

সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জামসেদ আনোয়ার তপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম উত্তর গেট ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত