Ajker Patrika

কোটি টাকার বিনিময়ে ছাত্রলীগের কমিটি দেওয়া অভিযোগ

সিলেট প্রতিনিধি
কোটি টাকার বিনিময়ে ছাত্রলীগের কমিটি দেওয়া অভিযোগ

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কোটি টাকার বিনিময়ে অছাত্র, মামলার আসামি ও ফ্রিডম পার্টির নেতার নাতিকে নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে। সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের একাংশের নেতা–কর্মীরা এ অভিযোগ করেছেন। আজ বুধবার বেলা আড়াইটায় সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নেতা–কর্মীরা এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে সবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে অছাত্র, সাম্প্রতিক সময়ের আলোচিত সিলেট এমসি কলেজের হোস্টেলে গণধর্ষণ মামলার আসামিদের গডফাদার, বিভিন্ন চেক অবমূল্যায়ন (ডিজঅনার) মামলার আসামি ও বিশেষ করে ফ্রিডম পার্টির নেতার নাতিকে নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে। এ জন্য আমরা সিলেটের ছাত্রলীগ নেতা–কর্মীরা লজ্জিত, চরম হতাশ এবং বিব্রত। আমরা ঘোষিত এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। 

শাহরিয়ার আলম সামাদ আরও বলেন, আমাদের অভিভাবক সংগঠন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কোন প্রকার যোগাযোগ, অবহিত না করে কেন্দ্রীয় ছাত্রলীগ টাকার বিনিময়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে। তাই সিলেটে ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মী ঘৃণাভরে এই কমিটি প্রত্যাখ্যান করেছে। আমরা কোনোভাবেই অর্থের বিনিময়ে অছাত্র, অপরাধ রাজ্যের গডফাদারদের নিয়ে ঘোষিত ছাত্রলীগের জেলা ও মহানগর কমিটি মেনে নেব না। 

তিনি বলেন, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে চরম অনিয়মের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল করে প্রকৃত ও গ্রহণযোগ্য ছাত্রলীগ কর্মীদের নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নতুন করে গঠনের জন্য জননেত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। 

ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেন সামাদ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সালাউদ্দিন পারভেজ, সাইফুর রহমান, সায়েদ আহমদ, খালেদুর রহমান, আশরাফুল ইসলাম বাপ্পী, নাঈম রশীদ চৌধুরী, দীপঙ্কর টিপু, তুফায়েল ইসলাম সানি, সৌরভ জায়গীরদার, আশফাক আহমেদ মাসুদ, মহিবুর রহমান, ইমন ইবনে সমরাজ, সৌরভ শাওয়ান জাংগীনুর জীবন, শ্রীমন রায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত