নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপিকে ক্ষমতার মোহ ত্যাগ করতে বলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে সরকারদলীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘ক্ষমতায় যেতে হলে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। জনগণের সাথে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, জনগণের সাথে সম্পৃক্ততা না রেখে কোনো দিন ক্ষমতায় আসা যায় না।’
প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আপনারা শিক্ষা নেন বঙ্গবন্ধুর জীবনী থেকে, আপনারা শিক্ষা নেন মহাত্মা গান্ধীর জীবনী থেকে, আপনারা শিক্ষা নেন নেলসন ম্যান্ডেলার জীবনী থেকে। ক্ষমতায় যেতে হলে মাঠে যেতে হবে। এখানে বসে ক্ষমতা নেওয়া যাবে না।’
প্রাণ গোপাল দত্ত আরও বলেন, ‘বিএনপির নেতারা এখানে আছেন কি না, আমি জানি না। আপনাদের এখন একটা মোহ হয়ে গেছে কী করে ক্ষমতায় যাবেন। আসলে মানুষের চিন্তা করতে করতে তার প্রতি আসক্তি জমে। আসক্তি হতে কামনা জমে। আর সেই কামনা লাভে কোনো রকম বাধা হলে ক্রোধ জমে। আর ক্রোধ হতে মোহ স্মৃতিভ্রংশ এবং স্মৃতিভ্রংশ হতে বুদ্ধি নাশ এবং বুদ্ধি নাশ হতে বিনাশ ঘটে। আমি আপনাদের বলব, আপনারা শুধু বুদ্ধি নাশ না নিজেদের বিনাশ ডাকার জন্য এইভাবে যত্রতত্র যেমন খুশি তেমন বক্তব্য দিয়ে যাচ্ছেন।’
পেশাগত জীবনের ঘটনা বর্ণনা করে প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল মিসেস তারেক জিয়ার গলা থেকে কাঁটা বের করার। যে কাঁটা উনি গলায় নিয়ে সাত দিন ঘুরেছিলেন। ওনার গলা থেকে যখন আমি কাঁটাটা বের করি ফেলে দেব তখন উনি বললেন, “স্যার, স্যার কাঁটাটা আমার হাতে দেন।” আমি বললাম, কেন? বলেন, “স্যার আমার স্বামী বলেছেন আমি না কী সাইক্রেটিক হয়ে গেছি, এক কাঁটা নিয়ে আমি সাত দিন ঘুরতেছি সব প্রফেসররা দেখে কাঁটা পায়নি।’’’
প্রাণ গোপাল আরও বলেন, ‘একই সাথে এ রকম একটা ঘটনা ঘটেছিল। আমাদের চেম্বারে কিন্তু মাঝে মাঝে ত্রিপুরা থেকে কিছু রোগী আসেন। ১০ বছরের একটা ছেলে তার গলাতে একটা কয়েন। অর্থাৎ ১০ টাকার একটা ইন্ডিয়ান কয়েন। তাদের কলকাতা যাওয়ার সামর্থ্য নেই। তারা ঢাকায় চলে আসে। আমি যখন তাকে এনেস্থেশিয়া দিয়ে কয়েনটা বের করি। বের করার সাথে সাথে ঘুম থেকে ওঠে সে আমাকে বলে, “স্যার আমার টাকাটা দেন।” এখন আপনাদের (বিএনপি) অবস্থা হয়ে গেছে ক্ষমতাটা দেন।’”
বিএনপিকে ক্ষমতার মোহ ত্যাগ করতে বলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে সরকারদলীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘ক্ষমতায় যেতে হলে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। জনগণের সাথে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, জনগণের সাথে সম্পৃক্ততা না রেখে কোনো দিন ক্ষমতায় আসা যায় না।’
প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আপনারা শিক্ষা নেন বঙ্গবন্ধুর জীবনী থেকে, আপনারা শিক্ষা নেন মহাত্মা গান্ধীর জীবনী থেকে, আপনারা শিক্ষা নেন নেলসন ম্যান্ডেলার জীবনী থেকে। ক্ষমতায় যেতে হলে মাঠে যেতে হবে। এখানে বসে ক্ষমতা নেওয়া যাবে না।’
প্রাণ গোপাল দত্ত আরও বলেন, ‘বিএনপির নেতারা এখানে আছেন কি না, আমি জানি না। আপনাদের এখন একটা মোহ হয়ে গেছে কী করে ক্ষমতায় যাবেন। আসলে মানুষের চিন্তা করতে করতে তার প্রতি আসক্তি জমে। আসক্তি হতে কামনা জমে। আর সেই কামনা লাভে কোনো রকম বাধা হলে ক্রোধ জমে। আর ক্রোধ হতে মোহ স্মৃতিভ্রংশ এবং স্মৃতিভ্রংশ হতে বুদ্ধি নাশ এবং বুদ্ধি নাশ হতে বিনাশ ঘটে। আমি আপনাদের বলব, আপনারা শুধু বুদ্ধি নাশ না নিজেদের বিনাশ ডাকার জন্য এইভাবে যত্রতত্র যেমন খুশি তেমন বক্তব্য দিয়ে যাচ্ছেন।’
পেশাগত জীবনের ঘটনা বর্ণনা করে প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল মিসেস তারেক জিয়ার গলা থেকে কাঁটা বের করার। যে কাঁটা উনি গলায় নিয়ে সাত দিন ঘুরেছিলেন। ওনার গলা থেকে যখন আমি কাঁটাটা বের করি ফেলে দেব তখন উনি বললেন, “স্যার, স্যার কাঁটাটা আমার হাতে দেন।” আমি বললাম, কেন? বলেন, “স্যার আমার স্বামী বলেছেন আমি না কী সাইক্রেটিক হয়ে গেছি, এক কাঁটা নিয়ে আমি সাত দিন ঘুরতেছি সব প্রফেসররা দেখে কাঁটা পায়নি।’’’
প্রাণ গোপাল আরও বলেন, ‘একই সাথে এ রকম একটা ঘটনা ঘটেছিল। আমাদের চেম্বারে কিন্তু মাঝে মাঝে ত্রিপুরা থেকে কিছু রোগী আসেন। ১০ বছরের একটা ছেলে তার গলাতে একটা কয়েন। অর্থাৎ ১০ টাকার একটা ইন্ডিয়ান কয়েন। তাদের কলকাতা যাওয়ার সামর্থ্য নেই। তারা ঢাকায় চলে আসে। আমি যখন তাকে এনেস্থেশিয়া দিয়ে কয়েনটা বের করি। বের করার সাথে সাথে ঘুম থেকে ওঠে সে আমাকে বলে, “স্যার আমার টাকাটা দেন।” এখন আপনাদের (বিএনপি) অবস্থা হয়ে গেছে ক্ষমতাটা দেন।’”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এ বিষয়ে অবহিত করা হয়।
৮ ঘণ্টা আগেনির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব।
১০ ঘণ্টা আগেসংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব করেছে দলটি। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
১৫ ঘণ্টা আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে