নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চলমান আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ এনে সরকারকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোনো বাধা দিয়েই আন্দোলনকে দমানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে বিএনপি এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘১৫ বছরে মামলা অনেক দিয়েছ, ছয় শতাধিক মানুষকে গুম করেছ, তাতেও কি আমাদের রুখতে পেরেছ? এখন তীব্র আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে এবং উঠবে। এই ফুঁসে ওঠার মধ্য দিয়ে এই সরকারের পতন হবে। আমরা বিশ্বাস করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’
সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এরা কত কাপুরুষ! যে সমাবেশগুলো হচ্ছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এর পরেও তারা আমাদের পাঁচ শতাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলা দিচ্ছে। আবারও গায়েবি মামলা দেওয়া শুরু হয়েছে। এসব করে রোখা যাবে না।’
বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ বলেন, ‘রাজনীতিকে এখন খেলার সঙ্গে তুলনা করা হচ্ছে। রাজনীতিকে যারা খেলার পর্যায়ে এনেছেন, এর জন্য তাঁদের কাফফারা দিতে হবে।’
সভাপতির ভাষণে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘চলমান আন্দোলনকে চলমান রাখতে হবে। ডিসেম্বরে আন্দোলন নতুন রূপ ধারণ করবে।’
‘বিএনপির পরিণতি হেফাজতের মতো হবে’—আওয়ামী লীগ নেতা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ্ বুলু বলেন, ‘আওয়ামী লীগের নেতারা উন্মাদ হয়ে গেছেন। তাঁরা বলছেন, হেফাজতের মতো পরিণতি হবে। তার মানে কি সরকার হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে? যত বাধাই আসুক, ১০ ডিসেম্বর আমরা জমায়েত হব।’
১০ ডিসেম্বর নিয়ে সরকার অস্থির হয়ে গেছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘এতে ভয় কীসের? এবার যে কী হবে সব জারিজুরি ফাঁস হয়ে গেছে আপনাদের। সামনের সময়টা আপনাদের বিদায় নেওয়ার সময়। আর কিছু করার নেই আপনাদের।’
বিএনপির চলমান আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ এনে সরকারকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোনো বাধা দিয়েই আন্দোলনকে দমানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে বিএনপি এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘১৫ বছরে মামলা অনেক দিয়েছ, ছয় শতাধিক মানুষকে গুম করেছ, তাতেও কি আমাদের রুখতে পেরেছ? এখন তীব্র আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে এবং উঠবে। এই ফুঁসে ওঠার মধ্য দিয়ে এই সরকারের পতন হবে। আমরা বিশ্বাস করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’
সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এরা কত কাপুরুষ! যে সমাবেশগুলো হচ্ছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এর পরেও তারা আমাদের পাঁচ শতাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলা দিচ্ছে। আবারও গায়েবি মামলা দেওয়া শুরু হয়েছে। এসব করে রোখা যাবে না।’
বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ বলেন, ‘রাজনীতিকে এখন খেলার সঙ্গে তুলনা করা হচ্ছে। রাজনীতিকে যারা খেলার পর্যায়ে এনেছেন, এর জন্য তাঁদের কাফফারা দিতে হবে।’
সভাপতির ভাষণে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘চলমান আন্দোলনকে চলমান রাখতে হবে। ডিসেম্বরে আন্দোলন নতুন রূপ ধারণ করবে।’
‘বিএনপির পরিণতি হেফাজতের মতো হবে’—আওয়ামী লীগ নেতা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ্ বুলু বলেন, ‘আওয়ামী লীগের নেতারা উন্মাদ হয়ে গেছেন। তাঁরা বলছেন, হেফাজতের মতো পরিণতি হবে। তার মানে কি সরকার হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে? যত বাধাই আসুক, ১০ ডিসেম্বর আমরা জমায়েত হব।’
১০ ডিসেম্বর নিয়ে সরকার অস্থির হয়ে গেছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘এতে ভয় কীসের? এবার যে কী হবে সব জারিজুরি ফাঁস হয়ে গেছে আপনাদের। সামনের সময়টা আপনাদের বিদায় নেওয়ার সময়। আর কিছু করার নেই আপনাদের।’
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায়বিচার করতে পারছেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
৮ ঘণ্টা আগেএই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’ বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের
১০ ঘণ্টা আগেবিএনপি নেতা ইশরাক হোসেনকে ‘ম্যাচিউরড’ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বলেন, ‘ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো
১০ ঘণ্টা আগেঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেল ৫টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন
১০ ঘণ্টা আগে