Ajker Patrika

গাবতলীতে সংঘর্ষের পর সড়কে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৫: ৫৩
গাবতলীতে সংঘর্ষের পর সড়কে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান

রাজধানীর গাবতলীতে বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে আটকের পর সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করতে করতে আমিনবাজারের দিক যাওয়ার সময় আওয়ামী লীগের মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেন। উভয় পক্ষের সংঘর্ষের পর এখন সড়কে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে সড়কে তৈরি হয়েছে যানজট।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসচালক ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর থেকেই রাস্তায় গাড়ির গতি কমতে থাকে। গাবতলী ব্রিজ থেকে লাগা যানজট আমিনবাজার ছাড়িয়ে গেছে, যা বেড়েই চলেছে।

চালকেরা বলছেন, গত কয়েক দিন সড়কে পুলিশের চেকপোস্ট থাকলেও আজ সেটি ছিল না। কিন্তু সাভারের আমিনবাজার থেকে ঢাকায় প্রবেশ করতে এক থেকে দেড় ঘণ্টা যানজটে থাকতে হচ্ছে।

রাস্তায় অবস্থান এবং বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘এরা (বিএনপি) সব আদাবরের। বিনা উসকানিতে তারা এসে হামলা করেছে। তারা আমাদের মঞ্চ ও নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ১০ জনের মতো নেতা-কর্মী আহত হয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘আমরা তাদের প্রতিহত করতে রাস্তায় আছি। এদিকে আওয়ামী লীগের করা অস্থায়ী মঞ্চ এলাকায় মিছিল নিয়ে যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত