Ajker Patrika

প্রতিটি মানুষ এখন সরকারকে ঘৃণা করে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিটি মানুষ এখন সরকারকে ঘৃণা করে: মির্জা ফখরুল 

বিএনপির বিভাগীয় গণসমাবেশে বাধা দেওয়ার অভিযোগ এনে সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সমাবেশে যাতে বেশি লোকের সমাগম না হয়, সমাবেশ যাতে বড় না হয় সে জন্য বাধা দেওয়া হচ্ছে, পরিবহন চলাচল বন্ধ করা হচ্ছে—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সমাবেশ বড় না হওয়াতে তাদের (সরকার) কী লাভ? এটা কোন ধরনের মানসিকতা?’ 

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জিয়া পরিষদের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। সম্প্রতি কর্মসূচি পালন করতে গিয়ে নিহত হওয়া নেতা কর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি মানুষ এখন তোমাদের ঘৃণা করে। কারণ তোমরা মিথ্যার ওপর বসে আছো, কথার ওপর বসে আছো।’ 

বিএনপির কর্মসূচিতে নিহত নেতা কর্মীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে যার যা আছে, তাই নিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান ফখরুল। সরকার পতনের চলমান আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আর নয়, এখন সময় এসে গেছে। যারা মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, তাদের আরও ছাড় নেই। আমাদের রাস্তায় নেমে আসতে হবে, একসঙ্গে দাঁড়িয়ে সোচ্চার কণ্ঠে বলতে হবে—এই সরকারকে আর চাই না।’ 

মির্জা ফখরুল বলেন, ‘যার যা শক্তি আছে, সেই শক্তি দিয়ে দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে। আমাদের আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আত্মত্যাগ করতে হবে। সর্বশক্তি দিয়ে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত