নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল শনিবার ২২তম অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। এ নিয়ে টানা দশমবারের মতো দলের নেতৃত্বে থাকলেন তিনি। তবে এবার দলের দায়িত্ব নিতে চাননি বলে জানিয়েছেন শেখ হাসিনা। মূলত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কাউন্সিলরদের তিনি মানা করেননি।
আজ রোববার গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি গঠনের পর নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। আমার মনে হয় এতবার একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়...বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। সংগঠনটা যেন ঠিক থাকে, চলতে থাকে, সেই ব্যবস্থাটা করতে হবে।’
গণভবনে নেতা কর্মীদের স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘যা হোক আপনারা এসেছেন কষ্ট করে। আপনারা কষ্ট করে এসেছেন গণভবনে, এই ভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা দিয়েছেন “গণভবন”, কারণ এটা জনগণেরই ভবন।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের কাজ হচ্ছে জনগণের ভাগ্য গড়া, আর সেটাই আমরা কিন্তু করে যাচ্ছি এবং সেটা আমাদের করতে হবে। মানুষের আস্থা বিশ্বাস এটাই আমাদের বড় শক্তিই। আমাদের আর কোনো শক্তি নাই। একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি।’
‘আওয়ামী লীগই এ দেশের জনগণের জন্য কাজ করে এবং আওয়ামী লীগের প্রচেষ্টায় বাংলাদেশের মানুষের আজকে ভাগ্য ফিরে এসেছে’, যোগ করেন প্রধানমন্ত্রী।
সংগঠন বলতে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই আছে বলে মনে করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সংগঠন বলতে যারা বাংলাদেশে (আছে) ...সত্যি কথাটা বলা যায়, তবে আওয়ামী লীগই আছে, এটা ঠিক। আমরা তো মাটি মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন।’
বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আর পার্টিগুলো তো অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী একজন মিলিটারি শাসক তার পকেট থেকে বের হওয়া। এরা ভাসমান, কাজেই এদের দায়-দায়িত্বটা জনগণের ওপর নেই। যদিও তারা দাবি করে, অনেক বছর ক্ষমতায়। কিন্তু ক্ষমতায় থেকেই তারা নিজেদের ভাগ্য গড়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি।’
আজ গণভবনে আওয়ামী লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির কেন্দ্রীয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা। বিভিন্ন সাংগঠনিক জেলা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল শনিবার ২২তম অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। এ নিয়ে টানা দশমবারের মতো দলের নেতৃত্বে থাকলেন তিনি। তবে এবার দলের দায়িত্ব নিতে চাননি বলে জানিয়েছেন শেখ হাসিনা। মূলত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কাউন্সিলরদের তিনি মানা করেননি।
আজ রোববার গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি গঠনের পর নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। আমার মনে হয় এতবার একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়...বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। সংগঠনটা যেন ঠিক থাকে, চলতে থাকে, সেই ব্যবস্থাটা করতে হবে।’
গণভবনে নেতা কর্মীদের স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘যা হোক আপনারা এসেছেন কষ্ট করে। আপনারা কষ্ট করে এসেছেন গণভবনে, এই ভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা দিয়েছেন “গণভবন”, কারণ এটা জনগণেরই ভবন।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের কাজ হচ্ছে জনগণের ভাগ্য গড়া, আর সেটাই আমরা কিন্তু করে যাচ্ছি এবং সেটা আমাদের করতে হবে। মানুষের আস্থা বিশ্বাস এটাই আমাদের বড় শক্তিই। আমাদের আর কোনো শক্তি নাই। একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি।’
‘আওয়ামী লীগই এ দেশের জনগণের জন্য কাজ করে এবং আওয়ামী লীগের প্রচেষ্টায় বাংলাদেশের মানুষের আজকে ভাগ্য ফিরে এসেছে’, যোগ করেন প্রধানমন্ত্রী।
সংগঠন বলতে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই আছে বলে মনে করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সংগঠন বলতে যারা বাংলাদেশে (আছে) ...সত্যি কথাটা বলা যায়, তবে আওয়ামী লীগই আছে, এটা ঠিক। আমরা তো মাটি মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন।’
বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আর পার্টিগুলো তো অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী একজন মিলিটারি শাসক তার পকেট থেকে বের হওয়া। এরা ভাসমান, কাজেই এদের দায়-দায়িত্বটা জনগণের ওপর নেই। যদিও তারা দাবি করে, অনেক বছর ক্ষমতায়। কিন্তু ক্ষমতায় থেকেই তারা নিজেদের ভাগ্য গড়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি।’
আজ গণভবনে আওয়ামী লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির কেন্দ্রীয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা। বিভিন্ন সাংগঠনিক জেলা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায়বিচার করতে পারছেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
৬ ঘণ্টা আগেএই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’ বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের
৭ ঘণ্টা আগেবিএনপি নেতা ইশরাক হোসেনকে ‘ম্যাচিউরড’ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বলেন, ‘ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো
৭ ঘণ্টা আগেঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেল ৫টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন
৭ ঘণ্টা আগে