Ajker Patrika

একুশের চেতনা বাস্তবায়নে গণ-অভ্যুত্থান সৃষ্টি করব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫০
একুশের চেতনা বাস্তবায়নে গণ-অভ্যুত্থান সৃষ্টি করব: মির্জা ফখরুল

বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনাকে সরকার ভূলুণ্ঠিত করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘ভাষা আন্দোলনের চেতনা ছিল স্বাধিকারের চেতনা। চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার। চেতনা ছিল একটি মুক্ত সমাজ ব্যবস্থার, আমরা সেখানে সবাই কথা বলতে পারব। আমরা আমাদের স্বাধীন চিন্তাগুলোর প্রকাশ করতে পারব। দুর্ভাগ্য আমাদের! আজকে এমন একটি সরকার দেশের জনগণের ওপর চেপে বসে আছে, যারা জনগণের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে ধ্বংস করেছে।’ 

সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলা ভাষা এখনো সর্বস্তরে প্রচলিত হয় নাই। দেশনেত্রী খালেদা জিয়া কারাবন্দী। অগণিত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। এই যে একটা ভয়াবহ ফ্যাসিবাদী ব্যবস্থা, ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে এখানে আমরা একটা গণ-অভ্যুত্থান সৃষ্টি করব। এর মধ্য দিয়েই আমরা সত্যিকার অর্থে একুশের চেতনাকে বাস্তবায়ন করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত