Ajker Patrika

খাওয়ার ছবি–ভিডিও প্রকাশ ন্যক্কারজনক, ডিবি কার্যালয়ে আপ্যায়ন প্রসঙ্গে গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২৩: ৫৮
Thumbnail image

রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশের মারপিটে আহত হওয়ার পর ডিবি কার্যালয় নিয়ে আপ্যায়ন করার বিষয়ে কথা বলেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সেই আপ্যায়নের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।

আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন তিনি। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একমাত্র মৃত্যু চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে আমাকে থামাতে পারবে। ঈশ্বরের কাছে প্রার্থনা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তিনি যেন আমাকে চিতায় না তোলেন।’ 

বিএনপি নেতা গয়েশ্বর জানান, ডিবি কার্যালয়ে তাঁর জন্য যে খাবারের আয়োজন করা হয়েছিল তা তাঁর স্বাস্থ্যের পক্ষে উপযোগী না হওয়ায় সেই খাবার তিনি খাননি। ডিবি প্রধান হারুন অর রশিদের জন্য বাসা থেকে পাঠানো খাবার খেয়েছেন তিনি। বাইরে থেকে আনা খাবার নিয়ে সন্দেহও ছিল তাঁর। 

ডিবি প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং সৌজন্য রক্ষায় হারুনের জন্য বাসা থেকে নিয়ে আসা খাবার থেকে ভাত, সবজি ও রুই মাছের একটি টুকরা খেয়েছেন জানিয়ে গয়েশ্বর বলেন, ‘ডিবি প্রধান আমাকে অনুরোধ করেছেন, রুই মাছটি তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে। আর যেহেতু ডিবি প্রধান নিজেই খাবারটি খাচ্ছেন, তখন আমার মনে হলো—এটা যদি গ্রহণ করি, তাহলে সমস্যা হবে না।’ 

তবে আপ্যায়ন করে সেটার ছবিসহ ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য কর্মকাণ্ড বলে আখ্যায়িত করে বিএনপির এই নেতা বলেন, ‘এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক। এক ধরনের তামাশাপূর্ণ নাটক। এতে কি সরকার প্রমাণ করতে চায় যে, আমরা হা-ভাতে? ভিক্ষা করে খাই?’ 

গয়েশ্বর আরও বলেন, ‘সরকারের কোনো প্রলোভন গয়েশ্বরকে কিনতে পারবে না। সরকারের কাছে এত টাকা নেই যে, গয়েশ্বরকে কিনতে পারে। সরকার গ্রেপ্তার করতে পারে, এমনকি প্রাণও নিতে পারে—এই শক্তি সরকারের রয়েছে। কিন্তু গয়েশ্বরকে কিনতে পারবে না।’ 

গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সোনারগাঁও হোটেলের খাবার এনে আপ্যায়ন করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দিচ্ছেন ডিবি প্রধান। 

এর আগে ধোলাইপাড়ে বিএনপির অবস্থান কর্মসূচিতে তাঁকে লাঠিপেটা করে পুলিশ। সংঘর্ষের পর দুপুর ১২টার দিকে গয়েশ্বরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিকেল ৩টার দিকে ডিবি কার্যালয় থেকে গয়েশ্বরকে নয়াপল্টনে তার ব্যক্তিগত কার্যালয় পৌঁছে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত