Ajker Patrika

মেগা প্রজেক্ট না করে জনগণকে বাঁচান: ডা. জাফরুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মে ২০২২, ১৯: ৩২
Thumbnail image

মেগা প্রজেক্ট না করে জনগণকে বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘ভারত আপনাদের রক্ষা করতে পারবে না। ভারত নিজেই খণ্ডবিখণ্ড, তাই তাদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান। দ্রব্যমূল্য কমানো কঠিন কিছু নয়। আগে দুর্নীতি কমান, তাহলেই হবে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। 

ডা. জাফরুল্লাহ তাঁর বক্তব্যে আরও বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তা না হলে আপনাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে।’ 

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মুনজুর মোর্শেদ মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, মাহফুজুর রহমানসহ গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নুরুল হক নুর বলেন, ‘এই সরকার গত ১৩ বছরে দেশকে মুমূর্ষু অবস্থায় নিয়ে গেছে। দেশ এখন আইসিইউতে রয়েছে।’ 

জনগণকে উদ্দেশে নুর বলেন, ‘আপনারা খেয়াল করলে দেখবেন, সব জিনিসপত্রের দাম বাড়ছে। সংসদের ৬২ শতাংশ এমপি ব্যবসায়ী। তাঁরা ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আমরা দেখেছি, মানুষ যেখানে খেতে পারে না, সেখানে সরকার উন্নয়ন প্রচার করার জন্য জেলায় জেলায় এলইডি বোর্ড স্থাপন করছে। এই সরকার এত দিন ক্ষমতায় থাকার পরও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারে নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত