নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০০৬ সালে দল ছাড়ার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আর আসেননি কর্নেল (অব.) অলি আহমদ। অবশেষে দীর্ঘ ১৬ বছর পর আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। তিনি কর্নেল অলিকে বিএনপির ক্ষতিগ্রস্ত কার্যালয় ঘুরিয়ে দেখান।
ক্ষতিগ্রস্ত কার্যালয় দেখে ক্ষোভ প্রকাশ করেন কর্নেল অলি। তিনি বিএনপি নেতাদের প্রতি সহমর্মিতা জানান।
অলি আহমদ বলেন, ‘একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীও কোনো রাজনৈতিক অফিসে এমন বর্বরতা করেনি। কারও বাসায় করেনি। পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে লুট করেছে।’
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব কর্নেল অলি বলেন, ‘বিএনপির বড় প্রাপ্তি, এই সরকারকে বিশ্বের কাছে উলঙ্গ করেছে। কারণ দুনিয়ার মানুষ জেনেছে যে, সরকারের মনুষ্যত্ব নেই। পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ মিলে এ কাজ করেছে। তাদের মনে রাখতে হবে, অত্যাচার চালিয়ে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি।’
‘আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না’ উল্লেখ করে এলডিপির চেয়ারম্যান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারকে বিদায় করার জন্য যা যা করা দরকার তাই করতে হবে। আইন মোতাবেক সব করা হবে। বিএনপিকে আরও শক্তিশালী হয়ে কর্মসূচি দিতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত।’
কর্নেল অলি বলেন, ‘আমরা সবাই মিলে আলাপ করে ১০ দফা ঘোষণা করেছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব, আন্দোলন আরও জোরদার করতে হবে। সরকারের পালানোর সুযোগ বন্ধ হয়ে গেছে। ৭ ডিসেম্বরের পর তারা সেই সুযোগ বন্ধ করে ফেলেছে। এখন জনগণ তাঁদের বিচার করবে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বন্দী নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান কর্নেল অলি।
২০০৬ সালে দল ছাড়ার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আর আসেননি কর্নেল (অব.) অলি আহমদ। অবশেষে দীর্ঘ ১৬ বছর পর আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। তিনি কর্নেল অলিকে বিএনপির ক্ষতিগ্রস্ত কার্যালয় ঘুরিয়ে দেখান।
ক্ষতিগ্রস্ত কার্যালয় দেখে ক্ষোভ প্রকাশ করেন কর্নেল অলি। তিনি বিএনপি নেতাদের প্রতি সহমর্মিতা জানান।
অলি আহমদ বলেন, ‘একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীও কোনো রাজনৈতিক অফিসে এমন বর্বরতা করেনি। কারও বাসায় করেনি। পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে লুট করেছে।’
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব কর্নেল অলি বলেন, ‘বিএনপির বড় প্রাপ্তি, এই সরকারকে বিশ্বের কাছে উলঙ্গ করেছে। কারণ দুনিয়ার মানুষ জেনেছে যে, সরকারের মনুষ্যত্ব নেই। পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ মিলে এ কাজ করেছে। তাদের মনে রাখতে হবে, অত্যাচার চালিয়ে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি।’
‘আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না’ উল্লেখ করে এলডিপির চেয়ারম্যান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারকে বিদায় করার জন্য যা যা করা দরকার তাই করতে হবে। আইন মোতাবেক সব করা হবে। বিএনপিকে আরও শক্তিশালী হয়ে কর্মসূচি দিতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত।’
কর্নেল অলি বলেন, ‘আমরা সবাই মিলে আলাপ করে ১০ দফা ঘোষণা করেছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব, আন্দোলন আরও জোরদার করতে হবে। সরকারের পালানোর সুযোগ বন্ধ হয়ে গেছে। ৭ ডিসেম্বরের পর তারা সেই সুযোগ বন্ধ করে ফেলেছে। এখন জনগণ তাঁদের বিচার করবে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বন্দী নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান কর্নেল অলি।
বাংলাদেশের জনগণ যে পরিবর্তনের আশায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, সেই পথ রুদ্ধ করার চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে, প্রয়োজনে তাদেরও রুখে দেওয়া হবে।
৩ ঘণ্টা আগেশফিকুর রহমান বলেন, ‘দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদের এভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ এলে ইনশা আল্লাহ দেশ গড়ে তুলতে পারবে। যে দল তার কর্মীদের সামাল দিতে পারছে না বা পারবে না, সে দলের হাতে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ
১ দিন আগেনাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদ বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই-আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই লড়াই এখনো শেষ হয়নি। কারণ, আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের
১ দিন আগে‘আমরা খবর পাচ্ছি, যাঁরা এনসিপিতে যোগ দিতে চান, তাঁদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। ওপরে আল্লাহ, নিচে মাটি, জালিমের শাসনের কবর হয়েছে। এনসিপির কোনো নেতা-কর্মীর দিকে চোখ তুলে তাকাবেন না। আমরা গণতন্ত্র উত্তরণের জন্য একটি রাজনৈতিক দল। আরেকটি রাজনৈতিক দলকে সহযোগিতা করব। কিন্তু পরশ্রীকাতরতা ও হিংসার রাজনীত
১ দিন আগে