অনলাইন ডেস্ক
মাগুরায় ধর্ষণের শিকার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাফন মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। সেখান থেকে ‘কাফন’ মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
এ মিছিলে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীদের অনেকে কাফনের কাপড়ে সম্পূর্ণ আবৃত্ত হয়ে অংশগ্রহণ করেন। আবার অনেকের কাঁধে কাফনের কাপড় দেখা যায়।
মিছিলে সংগঠনটির নেতা-কর্মীদের হাতে-‘সকল প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রশ্নে-রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের জনগণের সামনে অবস্থানকে স্পষ্ট করতে হবে’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
কাফন মিছিলে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক বলেন, ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা মাগুরার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা এ কাফন মিছিল কর্মসূচি পালন করেছেন।
রাজু ভাস্কর্যের মানববন্ধনে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন হয়েছে। তারপর সবার সমর্থনে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসে। কিন্তু গত সাত মাসে এ সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেনি।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ধারাবাহিকতায় মাগুরায় শিশুটির সাথে নৃশংস ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দেশবাসীকে লজ্জিত করে সে মারা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কর্মচারী দ্বারা ছাত্রী হেনস্তার শিকার হলো। যখন হেনস্তাকারীকে থানায় নেওয়া হয়, একদল লোক রাতভর মব সৃষ্টি করে তাঁকে ছাড়িয়ে নেয়। খুন, ধর্ষণ, রাহাজানি যে পরিমাণে হচ্ছে, আমরা বাইরে নিরাপদে হাঁটতে পারছি না। নারীদের জন্য ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।’
দলটির কেন্দ্রীয় নেতা সৈকত বলেন, ‘দেশের সকল মানুষ একযোগে বিশ্বাস করেন এ অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জনগণ যাকে ক্ষমতায় চায় না, জুলাইয়ের পরও সে কেন ক্ষমতায় থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার এ প্রশ্নের জবাব না দিলে বুঝব তারা জুলাইকে ধারণ করে না।’
তিনি আরও বলেন, ‘গত ১২ মার্চ কোনো রকম উসকানি ছাড়া ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে। তারপর আবার তাদের নামেই মামলা দিয়েছে। ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হকের নামে মামলা দেওয়া হয়েছে। অথচ সে ঘটনার দিন সাংগঠনিক কাজে দিনাজপুরে ছিল। এভাবে মিথ্যা মামলা দিয়ে অনেককে আসামি করা হয়েছে। অবিলম্বে এ মামলাগুলো প্রত্যাহার করতে হবে।’
মাগুরায় ধর্ষণের শিকার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাফন মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। সেখান থেকে ‘কাফন’ মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
এ মিছিলে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীদের অনেকে কাফনের কাপড়ে সম্পূর্ণ আবৃত্ত হয়ে অংশগ্রহণ করেন। আবার অনেকের কাঁধে কাফনের কাপড় দেখা যায়।
মিছিলে সংগঠনটির নেতা-কর্মীদের হাতে-‘সকল প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রশ্নে-রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের জনগণের সামনে অবস্থানকে স্পষ্ট করতে হবে’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
কাফন মিছিলে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক বলেন, ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা মাগুরার শিশুসহ সকল ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ছাত্র নেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা এ কাফন মিছিল কর্মসূচি পালন করেছেন।
রাজু ভাস্কর্যের মানববন্ধনে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন হয়েছে। তারপর সবার সমর্থনে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসে। কিন্তু গত সাত মাসে এ সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেনি।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ধারাবাহিকতায় মাগুরায় শিশুটির সাথে নৃশংস ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দেশবাসীকে লজ্জিত করে সে মারা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কর্মচারী দ্বারা ছাত্রী হেনস্তার শিকার হলো। যখন হেনস্তাকারীকে থানায় নেওয়া হয়, একদল লোক রাতভর মব সৃষ্টি করে তাঁকে ছাড়িয়ে নেয়। খুন, ধর্ষণ, রাহাজানি যে পরিমাণে হচ্ছে, আমরা বাইরে নিরাপদে হাঁটতে পারছি না। নারীদের জন্য ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।’
দলটির কেন্দ্রীয় নেতা সৈকত বলেন, ‘দেশের সকল মানুষ একযোগে বিশ্বাস করেন এ অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জনগণ যাকে ক্ষমতায় চায় না, জুলাইয়ের পরও সে কেন ক্ষমতায় থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার এ প্রশ্নের জবাব না দিলে বুঝব তারা জুলাইকে ধারণ করে না।’
তিনি আরও বলেন, ‘গত ১২ মার্চ কোনো রকম উসকানি ছাড়া ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে। তারপর আবার তাদের নামেই মামলা দিয়েছে। ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হকের নামে মামলা দেওয়া হয়েছে। অথচ সে ঘটনার দিন সাংগঠনিক কাজে দিনাজপুরে ছিল। এভাবে মিথ্যা মামলা দিয়ে অনেককে আসামি করা হয়েছে। অবিলম্বে এ মামলাগুলো প্রত্যাহার করতে হবে।’
নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার তথ্য সংগ্রহ এবং ভুক্তভোগীদের জন্য আইনি ও স্বাস্থ্য সহায়তা দিতে সারা দেশে সেল গঠন করেছে বিএনপি। বিএনপির ৮৪টি সাংগঠনিক জেলায় ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ নামের এই সেলগুলো কাজ করবে...
৪ ঘণ্টা আগেবাংলাদেশে এখন জাতিসংঘের মহাসচিব এসেছেন। আপনি তাকে বলে দেবেন-শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। আপনি মহাসচিবকে আরও বলে দেবেন যে, তারেক রহমান ও খালেদা জিয়ার হারাবার কিছু নেই...
৫ ঘণ্টা আগেসারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও এর সঙ্গে জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ। আজ শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা...
৫ ঘণ্টা আগেকেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা যদি ইফতারের একটি টেবিলে একসঙ্গে এনজয় করতে পারি, তাহলে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে সমস্যা কী? হিংসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া যায় না।
১ দিন আগে