Ajker Patrika

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাইল যুব জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাইল যুব জোট

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছে জাতীয় যুব জোট। 

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাসদের সহযোগী যুব সংগঠনটি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাসদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি তোলে।

সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্যদ্রব্যের দাম কমানোর দাবিতে জাতীয় যুব জোট দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, অজুহাত নয়, খাদ্যদ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। সরকার কোনোভাবেই মূল্যবৃদ্ধির দায় এড়াতে পারে না। বাণিজ্যমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রীসহ কতিপয় সরকারি কর্মকর্তাদের কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বাজার সিন্ডিকেটের হোতাদের সাহস জোগাচ্ছে, মূল্য সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। 

নেতারা আরও বলেন, বাজার সিন্ডিকেট ধ্বংস করে বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। এ সময় তাঁরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

মানুষ বাঁচাতে ওএমএস-ট্রাক সেল কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং সারা দেশে রেশনিং পদ্ধতি চালুর দাবি জানান যুব জোট নেতারা। 

জাতীয় যুব জোটের সহসভাপতি আমিনুল আজিম বনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন— জাতীয় যুবজোটের সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদের সহসভাপতি সফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক ও জাসদের গণমাধ্যম সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত