Ajker Patrika

জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে: অধ্যাপক মুজিবুর রহমান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৫০
জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে: অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জামায়াত ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করারও পরিকল্পনা রয়েছে। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় দেশের যেসব জায়গায় দুর্নীতিবাজদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান।

সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক জেলা আমির মঈন উদ্দিন আহম্মেদ, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা মজিবুর রহমান মিয়াজী, ইঞ্জিনিয়ার আবদুল বাকীম অধ্যাপক মোহাম্মদ আলী খান, মো. আব্দুল্লাহ, আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ান।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, সুরা সদস্য ড. ইকবাল হোসাইনসহ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত