নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে দুবার বহুদলীয় গণতন্ত্রের প্রক্রিয়া নষ্ট হয়েছে এবং দুবারই বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্রের ধারা ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি বলেছেন, বিএনপি দুইবারই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রেজা কিবরিয়া।
রেজা কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনার সরকার অবৈধ ও ভোট চুরি করে ক্ষমতায় আছে। জনগণ হিসেবে আমরা ভোট দিইনি। আমরা বিএনপির নেতৃত্বে আন্দোলন করছি, তারা তুলনামূলক ভালো। বাংলাদেশে দুবার বহুদলীয় গণতন্ত্র নষ্ট করা হয়েছে। একবার শেখ মুজিব করেছেন, আরেকবার এরশাদ করেছেন। বিএনপি দুবারই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছে।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান তাঁর উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিলেন। তারা আসলে এর জন্য উপযোগী নয়। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। হিরো আলমের ওপর আক্রমণের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।’
তৃণমূল পর্যায়ে বিএনপির সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে রেজা কিবরিয়া বলেন, ‘এই সরকারের পতনের আগপর্যন্ত আমাদের যুগপৎভাবে কাজ করে যেতে হবে। আমরা মজলুমদের পক্ষের দল, আমরা জালিমদের পক্ষ নিতে পারি না।’
দলের যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক অধ্যাপক আবদুল মালেক ফরাজী, মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, অধ্যাপক মাহবুব হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ।
বাংলাদেশে দুবার বহুদলীয় গণতন্ত্রের প্রক্রিয়া নষ্ট হয়েছে এবং দুবারই বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্রের ধারা ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি বলেছেন, বিএনপি দুইবারই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রেজা কিবরিয়া।
রেজা কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনার সরকার অবৈধ ও ভোট চুরি করে ক্ষমতায় আছে। জনগণ হিসেবে আমরা ভোট দিইনি। আমরা বিএনপির নেতৃত্বে আন্দোলন করছি, তারা তুলনামূলক ভালো। বাংলাদেশে দুবার বহুদলীয় গণতন্ত্র নষ্ট করা হয়েছে। একবার শেখ মুজিব করেছেন, আরেকবার এরশাদ করেছেন। বিএনপি দুবারই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছে।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান তাঁর উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিলেন। তারা আসলে এর জন্য উপযোগী নয়। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। হিরো আলমের ওপর আক্রমণের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।’
তৃণমূল পর্যায়ে বিএনপির সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে রেজা কিবরিয়া বলেন, ‘এই সরকারের পতনের আগপর্যন্ত আমাদের যুগপৎভাবে কাজ করে যেতে হবে। আমরা মজলুমদের পক্ষের দল, আমরা জালিমদের পক্ষ নিতে পারি না।’
দলের যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক অধ্যাপক আবদুল মালেক ফরাজী, মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, অধ্যাপক মাহবুব হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ।
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায়বিচার করতে পারছেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
১৫ ঘণ্টা আগেএই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’ বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের
১৬ ঘণ্টা আগেবিএনপি নেতা ইশরাক হোসেনকে ‘ম্যাচিউরড’ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বলেন, ‘ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো
১৭ ঘণ্টা আগেঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেল ৫টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন
১৭ ঘণ্টা আগে