Ajker Patrika

এরশাদের জাতীয় পার্টি কখনো জিএম কাদের পার্টি হবে না: বিদিশা

নিজস্ব প্রতিবেদক
এরশাদের জাতীয় পার্টি কখনো জিএম কাদের পার্টি হবে না: বিদিশা

ঢাকা: এরশাদের জাতীয় পার্টি কখনো জিএম কাদেরের পার্টি হবে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন সহধর্মিণী, বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিকী। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজিত এক স্মরণ সভায় তিনি এমন মন্তব্য করেন। 

বিদিশা বলেন, জাতীয় পার্টি গঠন করতে এরশাদ ও রওশন এরশাদ অনেক কষ্ট করেছেন। এভাবে এ পার্টি শেষ হতে পারে না। রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক করে তাকে অপমান করা হয়েছে। পার্টির সকল নেতা-কর্মী জিএম কাদেরের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। রওশন এরশাদই পার্টির আজীবন চেয়ারম্যান। কিছুদিনের মধ্যেই এ ঘোষণা দেবেন বলেও জানান বিদিশা সিদ্দিকী।

সংসারে সময় না দিয়ে এরশাদ এবং রওশন এরশাদ সারা জীবন দেশের জন্য রাজনীতি করে গেছেন উল্লেখ করে বিদিশা বলেন, আমরা রওশন এরশাদের সম্মান ফিরিয়ে দিতে চাই। এ বিষয়ে এরশাদ পরিবার ও পার্টির সিনিয়র নেতারা এক হয়েছে।  আমার প্রতি অনেক অত্যাচার হয়েছে। ভয় পাইনি, ভেঙে পড়িনি। জাতীয় পার্টির লাখ লাখ নেতা-কর্মী আমার সঙ্গে যোগাযোগ করছে। তাঁরা আমাকে পার্টির হাল ধরতে বলছে। তাঁরা এরশাদের জাতীয় পার্টি ফিরে পেতে চায়। সারা দেশের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করার জন্য আমরা ইতিমধ্যে একটি সেল গঠন করেছি। 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কঠোর সমালোচনা করে বলেন, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে রাতারাতি সম্মেলন করে তিনি চেয়ারম্যান হয়েছেন। প্রধান পৃষ্ঠপোষক হয় ক্লাব বা সমিতিতে। পল্লিবন্ধুর সহধর্মিণীকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করে চরম অসম্মান করা হয়েছে। অচিরেই জাতীয় পার্টি পুনর্গঠন করে এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। আর বিদিশার নেতৃত্বে সরকার গঠন করে এরশাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করব। 

বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএলডিপি'র চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত