Ajker Patrika

বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই, যথা সময়ে নির্বাচন হবে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৭: ৪৫
বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই, যথা সময়ে নির্বাচন হবে: ইনু

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ নাই, যথা সময়ে নির্বাচন হবে। কারণ বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া কোন পথ খোলা নাই।’ 

আজ সোমবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এলজিইডির তত্ত্বাবধানে ব্রিজ ও সড়ক সংস্কার কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

জাসদ সভাপতি বলেন, ‘দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি এসব নিয়ে বিএনপির কথা বলা সাজে না। বিএনপি অতীতে ক্ষমতায় থাকা অবস্থায় কেমন ব্যবহার করেছে সেটা আমরা সবাই জানি। বিএনপির সব সমালোচনার শেষ কথা হলো নির্বাচন করব না। বিএনপির সব কথার শেষ কথা হচ্ছে শেখ হাসিনার সরকারকে আগে উৎখাত করতে হবে।’ 

তিনি বলেন, ‘যারা উৎখাত চাই তারা নির্বাচন বানচাল করতে চাই। যারা উৎখাত চাই তারা পাকিস্তানের বদলি খেলোয়াড়। যারা উৎখাত করতে চাই তারা বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। যারা উৎখাত চাই তারা বাংলাদেশের সংবিধানিক ধারাকে ধ্বংস করতে চাই। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও সাংবিধানিক ধারা রক্ষা করতে হলে নির্বাচনের কোন বিকল্প নাই।’ 

প্রতিবাদ করলেই আইসিটি আইনে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘মির্জা ফখরুলসহ শতাধিক বিএনপি নেতারা প্রতিদিন অকথ্য ভাষায় গালাগালি ও মিথ্যাচার করছে সরকারের বিরুদ্ধে। কিন্তু আজ পর্যন্ত তাদের কারও বিরুদ্ধে আইসিটি বা ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়নি। বিএনপির এটা ঢালাও অভিযোগ।’ 

সাবেক তথ্যমন্ত্রী বলেন, ‘যারা চরিত্র হরণ করছে, সাইবার ক্রাইম করছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। কিন্তু মামলা হলেই তাকে সাজা দেওয়া হচ্ছে না। এটা যাচাই-বাঁচাই করা হচ্ছে।’ 

বিএনপির কয়টা নেতা কর্মী আইসিটি মামলায় কারাগারে আছেন তার তালিকা চেয়ে সংসদ সদস্য হাসানুল হক ইনু আরও বলেন, ‘বিএনপি নির্বাচন বানচালের কথা বলছে, নির্বাচন না করার কথা বলছেন, নির্বাচন কমিশনকে গালাগালি দিচ্ছেন। মাঠের বাইরে থেকে রেফারিকে গালাগালি না করে, রেফারির ভুলত্রুটি না ধরে মাঠে আসেন খেলেন, রেফারির ভুল ধরেন এবং প্রতিকার করেন তাতে দেশবাসীর লাভ হবে।’ 

এ সময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত