Ajker Patrika

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫ নেতা–কর্মীকে আটকের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫ নেতা–কর্মীকে আটকের অভিযোগ 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ১৫ নেতা–কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

তিনি বলেছেন, ‘সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে যে বের হয়েছে, তাকেই আটক করা হয়েছে।’

নেতা–কর্মীদের আটক করা হচ্ছে—এমন খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তাঁরা কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, ‘এখনো সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে।’

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘১৫ বছর ধরে এই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নেতা–কর্মীদের পেছনে লেগে আছে। আজ শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত