পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে ১৭ বছর বয়সী কলেজপড়ুয়া এক মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটিকে দেখে তাঁর খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান। ধর্ষণের শিকার মেয়েটির বাবা জুলাই-আগস্টের আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত হন।
সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, ‘সারা দেশে শহীদ পরিবারগুলো রাজনৈতিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষা করে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিশেষ করে এসব পরিবারের জন্য।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘ধর্ষণকারীদের আইনের আওতায় আনতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। প্রশাসন যদি আসামিদের বিচারের কাঠগড়ায় আনতে ব্যর্থ হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি রাজপথে অবস্থান নেবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ দেখতে চাই এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার চাই।’
নাহিদ আরও বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ভুক্তভোগীর স্বাস্থ্যগত বিষয়ে আমাদের নাগরিক পার্টির ডাক্তারেরা কথা বলেছেন। মামলার বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে আমরা পরিবারটির সার্বিক সহযোগিতা ও ভবিষ্যৎ শিক্ষাগত কার্যক্রমে পাশে থাকব।’
ধর্ষণের শিকার মেয়েটির বাবা জুলাই-আগস্টের আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত হন। গত মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েটি বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে নলদোয়ানী এলাকা থেকে সাকিব ও সিফাত তাকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যান।
সেখানে দুজন মিলে তাকে ধর্ষণ করেন এবং ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিবকে ওই এলাকা থেকে গতকাল বুধবার বিকেলে আটক করে পুলিশ। অন্যজনকে ধরতে অভিযান চলছে।
পটুয়াখালীর দুমকিতে ১৭ বছর বয়সী কলেজপড়ুয়া এক মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটিকে দেখে তাঁর খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান। ধর্ষণের শিকার মেয়েটির বাবা জুলাই-আগস্টের আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত হন।
সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, ‘সারা দেশে শহীদ পরিবারগুলো রাজনৈতিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষা করে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিশেষ করে এসব পরিবারের জন্য।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘ধর্ষণকারীদের আইনের আওতায় আনতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। প্রশাসন যদি আসামিদের বিচারের কাঠগড়ায় আনতে ব্যর্থ হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি রাজপথে অবস্থান নেবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ দেখতে চাই এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার চাই।’
নাহিদ আরও বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ভুক্তভোগীর স্বাস্থ্যগত বিষয়ে আমাদের নাগরিক পার্টির ডাক্তারেরা কথা বলেছেন। মামলার বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে আমরা পরিবারটির সার্বিক সহযোগিতা ও ভবিষ্যৎ শিক্ষাগত কার্যক্রমে পাশে থাকব।’
ধর্ষণের শিকার মেয়েটির বাবা জুলাই-আগস্টের আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত হন। গত মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েটি বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে নলদোয়ানী এলাকা থেকে সাকিব ও সিফাত তাকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যান।
সেখানে দুজন মিলে তাকে ধর্ষণ করেন এবং ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিবকে ওই এলাকা থেকে গতকাল বুধবার বিকেলে আটক করে পুলিশ। অন্যজনকে ধরতে অভিযান চলছে।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আজ বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেবিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের প্রার্থীগণ ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন।’
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির প্যানেল জয়লাভ করায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামি পাকিস্তান। আজ বুধবার পাকিস্তান জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানানো হয়।
২ ঘণ্টা আগেপোস্টে সারজিস আলম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।’
২ ঘণ্টা আগে