Ajker Patrika

টানা ৩ দিনের কর্মসূচি দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা ৩ দিনের কর্মসূচি দিল বিএনপি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে ১৪ ও ১৫ আগস্ট সারা দেশে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করবে বিএনপির।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র–জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে আগামী ১৪ ও ১৫ আগস্ট ২০২৪, বুধ ও বৃহস্পতিবার সারা দেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

এ ছাড়া ১৬ আগস্ট (শুক্রবার) সারা দেশে দোয়ার কর্মসূচি পালনের কথাও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং ছাত্র–জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসব কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা–কর্মীকে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত