Ajker Patrika

শেখ হাসিনার উন্নয়নের দিকেই এখন জনগণের মনোযোগ: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৫০
শেখ হাসিনার উন্নয়নের দিকেই এখন জনগণের মনোযোগ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শেখ হাসিনার উন্নয়নের দিকেই এখন জনগণের মনোযোগ। দেশে তো গণতন্ত্র আছে, বিএনপি আন্দোলন করার চেষ্টা করুক।’ আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য কারামুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘আপনারা যে নির্বাচন দেখেছেন, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন, তা বিএনপি জানে। মানুষ এখন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কাজগুলোর দিকেই মনোযোগ দিচ্ছে। বিএনপি আন্দোলনের কথা বলবে, বাংলাদেশে গণতন্ত্র আছে, তারা আন্দোলন করার চেষ্টা করুক।’

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘ডক্টর ইউনুসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি। প্রথম কথা হচ্ছে, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (জাতীয় রাজস্ব বোর্ড) ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে মামলা করেছে, সুতরাং এগুলোতে সরকারের কোনো হাত নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত