নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি। সে সঙ্গে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়ে দলটির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী বলেছেন, ‘দলীয় নিয়ম-নীতি মেনে দল পরিচালিত হবে। এটি প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।’
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে দলটিতে যোগদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শমশের মুবিন চৌধুরী বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘আমরা জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে—এটা আমাদের দাবি।’
অনুষ্ঠানে অন্য নেতৃবৃন্দ বলেন, তাঁরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান। কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না তাঁরা, বরং তৃণমূলের সিদ্ধান্ত কেন্দ্র বাস্তবায়ন করবেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যাঁরা জাতীয়তাবাদে বিশ্বাসী, যাঁরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, যাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং, স্থানীয়ভাবে জুলুম-নির্যাতনের অভিযোগ নেই, এমন ব্যক্তিদের জন্য তৃণমূল বিএনপির দরজা সব সময় খোলা।
আরও পড়ুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি। সে সঙ্গে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়ে দলটির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী বলেছেন, ‘দলীয় নিয়ম-নীতি মেনে দল পরিচালিত হবে। এটি প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।’
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে দলটিতে যোগদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শমশের মুবিন চৌধুরী বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘আমরা জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে—এটা আমাদের দাবি।’
অনুষ্ঠানে অন্য নেতৃবৃন্দ বলেন, তাঁরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান। কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না তাঁরা, বরং তৃণমূলের সিদ্ধান্ত কেন্দ্র বাস্তবায়ন করবেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যাঁরা জাতীয়তাবাদে বিশ্বাসী, যাঁরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, যাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং, স্থানীয়ভাবে জুলুম-নির্যাতনের অভিযোগ নেই, এমন ব্যক্তিদের জন্য তৃণমূল বিএনপির দরজা সব সময় খোলা।
আরও পড়ুন:
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারকে কীভাবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তা ঠিক করার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার ঢাকার একটি হোটেলে ‘ডেমোক্রেসি ডায়াস’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত এক সেমিনারে তিনি এই পরামর্শ দেন।
১০ ঘণ্টা আগেজুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি, বাস্তবায়ন প্রক্রিয়া জামায়াত চায় বলে জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, এই সনদকে আইনি মর্যাদা কীভাবে দেওয়া যাবে। আমাদের মতে, যেভাবে অতীতে পঞ্চম ও সপ্তম সংশোধনীর মাধ্যমে গণভোট ও প্রক্লেমেশন র্যাটিফাই
১১ ঘণ্টা আগেজাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যুক্তি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টার স্বাক্ষরসহ, সংস্কার কমিশনের সব চেয়ারম্যান, ঐকমত্য কমিশনের সব সদস্য, জাতীয় নেতারা ও সব দলের প্রতিনিধির স্বাক্ষরসহ একটি সনদ তৈরি হবে—তা ওয়েবসাইটে প্রকাশিত হবে, পত্রিকায়
১২ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার্থীরা সন্তানের চেয়ে বড়, তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরী।
১৩ ঘণ্টা আগে