ঢাবি প্রতিনিধি
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন নেতার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়ির চালক হাসনাত কিছুটা আহত হলেও গোলাম মওলা রনি অক্ষত রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জল্লাদের কবলে পড়ে আজ আর একটু হলেই মরতে বসেছিলাম প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার প্রাণের ওপর আঘাত আসবে অমন চিন্তা কোনোদিন মাথায় ঢোকেনি। তাই রাত-বিরাতে একাকী, পায়ে হেঁটে, বা রিকশা বা উবারের মোটরসাইকেলে করে মনের আনন্দে দোয়েল চত্বর হয়ে কখনো টিএসসি বা কখনো শহীদ মিনার হয়ে নীলক্ষেত দিয়ে বাসায় ফিরেছি। অফিসে আসার ক্ষেত্রেও সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়েই আসতেই শান্তি অনুভব করি!’
তিনি আরও উল্লেখ করেন, ‘‘তো আমার সেই শান্তির যাত্রায় আজ কি ঘটেছে সেই কথা বলার চেষ্টা করব! আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টিবিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল। ঠিক তখন ইউটার্ন নেওয়ার জায়গায় ৪-৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলল। হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন। তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন। হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগল।
‘‘অফিসে এসে আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালাম। তাঁরা বেশ আন্তরিকতার সঙ্গে প্রতিকারের আশ্বাস দিলেন। আমি ছাত্রলীগ সভাপতি জনাব সাদ্দামকেও ফোন করে ঘটনা জানালাম। তিনিও সান্ত্বনা দিলেন।’’
গোলাম মওলা রনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় গাড়ির চালক হাসনাত কিছুটা আহত হয়েছে। তবে আমার কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
গোলাম মওলা রনির গাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (রনি) আমাদের কোনো অভিযোগ করেননি। শাহবাগ থানা-পুলিশ বিষয়টি নজরে রাখছেন। যেহেতু বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটনা সে হিসেবে ওই এলাকার সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করার জন্য পুলিশকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করছে।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, ‘দুপুরের দিকে গোলাম মওলা রনির গাড়িতে হামলার বিষয়টি আমরা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়া চলমান, এখনো মামলা দায়ের করা হয়নি।’
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন নেতার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়ির চালক হাসনাত কিছুটা আহত হলেও গোলাম মওলা রনি অক্ষত রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জল্লাদের কবলে পড়ে আজ আর একটু হলেই মরতে বসেছিলাম প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার প্রাণের ওপর আঘাত আসবে অমন চিন্তা কোনোদিন মাথায় ঢোকেনি। তাই রাত-বিরাতে একাকী, পায়ে হেঁটে, বা রিকশা বা উবারের মোটরসাইকেলে করে মনের আনন্দে দোয়েল চত্বর হয়ে কখনো টিএসসি বা কখনো শহীদ মিনার হয়ে নীলক্ষেত দিয়ে বাসায় ফিরেছি। অফিসে আসার ক্ষেত্রেও সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়েই আসতেই শান্তি অনুভব করি!’
তিনি আরও উল্লেখ করেন, ‘‘তো আমার সেই শান্তির যাত্রায় আজ কি ঘটেছে সেই কথা বলার চেষ্টা করব! আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টিবিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল। ঠিক তখন ইউটার্ন নেওয়ার জায়গায় ৪-৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলল। হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন। তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন। হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগল।
‘‘অফিসে এসে আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালাম। তাঁরা বেশ আন্তরিকতার সঙ্গে প্রতিকারের আশ্বাস দিলেন। আমি ছাত্রলীগ সভাপতি জনাব সাদ্দামকেও ফোন করে ঘটনা জানালাম। তিনিও সান্ত্বনা দিলেন।’’
গোলাম মওলা রনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় গাড়ির চালক হাসনাত কিছুটা আহত হয়েছে। তবে আমার কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
গোলাম মওলা রনির গাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (রনি) আমাদের কোনো অভিযোগ করেননি। শাহবাগ থানা-পুলিশ বিষয়টি নজরে রাখছেন। যেহেতু বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটনা সে হিসেবে ওই এলাকার সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করার জন্য পুলিশকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করছে।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, ‘দুপুরের দিকে গোলাম মওলা রনির গাড়িতে হামলার বিষয়টি আমরা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়া চলমান, এখনো মামলা দায়ের করা হয়নি।’
চোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁর অপারেশন হওয়ার কথা রয়েছে।
৭ ঘণ্টা আগেসম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেছেন উচ্চ আদালত।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের সংবিধানের চার মূলনীতি পরিবর্তন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজন নেই বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনের পক্ষে দলটি। অন্যদিকে সংবিধান সংস্কার-সংক্রান্ত সব প্রস্তাব বাস্তবায়ন নির্বাচিত সংসদের মাধ্যমে করার
১ দিন আগেচিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী একজন আজীবন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি যত দিন বেঁচে ছিলেন, এ দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সব সময় কাজ করেছেন। ফ্যাসিবাদী আমলেও তিনি সবাইকে একত্র করার চেষ্টা করেছেন। তবে ফ্যাসিস্টের পতন তিনি দেখে যেতে পারেননি।
১ দিন আগে