নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হতে পারে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় আছে তাঁর। এনসিপির এই নেতার মতে, বিএনপি ও জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে গতকাল সোমবার বৈঠক শেষে এসব কথা বলেন নাসীরুদ্দীন।
দলের নিবন্ধন, প্রতীক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সিইসির সঙ্গে কথা বলতে যায় এনসিপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে আরও ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সার্ভে করে জানতে পেরেছি, আগামী নির্বাচনে এনসিপির ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব এবং ৩০০ আসনে জয়ের জন্যই লড়ব।’
তাহলে বিএনপি-জামায়াত কত আসন পেতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, ‘এটা তো আমি বলতে পারব না। যারা ভোট দেবে, তারাই বলতে পারবে। বিএনপি অনেকগুলো ডেটা সার্ভে করেছে। জামায়াতও করেছে। তবে আমি একবার বলেছিলাম, বিএনপি ৫০ থেকে ১০০ আসনের ওপরে যাবে না। আপনারা তো এখন বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন, দলটি তলানিতে যাচ্ছে।’
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে সংশয় আছে জানিয়ে এনসিপি নেতা বলেন, বিএনপি, জামায়াতসহ যে দলগুলো আছে, তারা জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এখনো সমাধানে আসেনি।
এই দুটি দলের কারণে নির্বাচনটা বিলম্বিত হচ্ছে।
নিজেদের দলীয় প্রতীকের বিষয়ে নাসীরুদ্দীন বলেন, ‘এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। আমরা শাপলাতেই আছি, এনসিপি কনফার্ম শাপলাতেই থাকবে। এটা সাদাও হতে পারে, লালও হতে পারে।’
দেশের রাজনীতিতে তিনটা ব্লক হতে যাচ্ছে মন্তব্য করে এনসিপি নেতা বলেন, একটা ইসলামিক ব্লক ইতিমধ্যেই হয়ে গেছে। আরেকটা বিএনপির নেতৃত্বে হচ্ছে। আরেকটা এনসিপির নেতৃত্বে হচ্ছে। এনসিপি বিএনপি বা জামায়াতের ব্লকে যাচ্ছে না।
গণঅধিকার পরিষদের সঙ্গে একত্র হলে দলের নাম ও প্রতীক কী হবে, এমন প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, দলের নাম এনসিপিই থাকবে এবং এনসিপির প্রতীকই থাকবে। তাদের অধীনে আরও অনেক দল আসছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হতে পারে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় আছে তাঁর। এনসিপির এই নেতার মতে, বিএনপি ও জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে গতকাল সোমবার বৈঠক শেষে এসব কথা বলেন নাসীরুদ্দীন।
দলের নিবন্ধন, প্রতীক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সিইসির সঙ্গে কথা বলতে যায় এনসিপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে আরও ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সার্ভে করে জানতে পেরেছি, আগামী নির্বাচনে এনসিপির ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব এবং ৩০০ আসনে জয়ের জন্যই লড়ব।’
তাহলে বিএনপি-জামায়াত কত আসন পেতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, ‘এটা তো আমি বলতে পারব না। যারা ভোট দেবে, তারাই বলতে পারবে। বিএনপি অনেকগুলো ডেটা সার্ভে করেছে। জামায়াতও করেছে। তবে আমি একবার বলেছিলাম, বিএনপি ৫০ থেকে ১০০ আসনের ওপরে যাবে না। আপনারা তো এখন বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন, দলটি তলানিতে যাচ্ছে।’
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে সংশয় আছে জানিয়ে এনসিপি নেতা বলেন, বিএনপি, জামায়াতসহ যে দলগুলো আছে, তারা জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এখনো সমাধানে আসেনি।
এই দুটি দলের কারণে নির্বাচনটা বিলম্বিত হচ্ছে।
নিজেদের দলীয় প্রতীকের বিষয়ে নাসীরুদ্দীন বলেন, ‘এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। আমরা শাপলাতেই আছি, এনসিপি কনফার্ম শাপলাতেই থাকবে। এটা সাদাও হতে পারে, লালও হতে পারে।’
দেশের রাজনীতিতে তিনটা ব্লক হতে যাচ্ছে মন্তব্য করে এনসিপি নেতা বলেন, একটা ইসলামিক ব্লক ইতিমধ্যেই হয়ে গেছে। আরেকটা বিএনপির নেতৃত্বে হচ্ছে। আরেকটা এনসিপির নেতৃত্বে হচ্ছে। এনসিপি বিএনপি বা জামায়াতের ব্লকে যাচ্ছে না।
গণঅধিকার পরিষদের সঙ্গে একত্র হলে দলের নাম ও প্রতীক কী হবে, এমন প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, দলের নাম এনসিপিই থাকবে এবং এনসিপির প্রতীকই থাকবে। তাদের অধীনে আরও অনেক দল আসছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শতাধিক প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতিগত কার্যক্রম শুরু করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইনস্যুরেন্স টাওয়ারের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের প্রাথমিকভাবে
৫ ঘণ্টা আগেসংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধানে ষষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ ও সপ্তম তফসিলে থাকা ‘প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্স’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি, তা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। অথচ জুলাই সনদ সংবিধানের তফসিল
৫ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ‘জুলাই জাতীয় সনদের যে খসড়া তৈরি করা হয়েছে, তার মধ্যে উভয় কক্ষে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন, সেটা গণভোটে দিন। যদি জনগণ গণভোটে এটাকে গ্রহণ করে, সেটা মেনে নিতে হবে। যদি গ্রহণ না করে, তাও মানতে হবে। কিন্তু আপনি জনগণের মতামত
৬ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বাবা হয়েছেন। তিনি পুত্রসন্তানের জনক হয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।
৬ ঘণ্টা আগে