Ajker Patrika

দাবি মানলে আন্দোলন করবে না বিএনপি: গয়েশ্বর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৩, ১৮: ৪৬
দাবি মানলে আন্দোলন করবে না বিএনপি: গয়েশ্বর 

সরকার পদত্যাগ করলে বিএনপি আর আন্দোলন করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা জানান।

শিগগিরই সরকার পতনের আন্দোলনের ঘোষণা করা হবে জানিয়ে গয়েশ্বর বলেন, ‘আমরা সরকার পতনের আন্দোলন শুরু করিনি। শেখ হাসিনা যদি দাবি মেনে পদত্যাগ করেন তাহলে সরকার পতনের আন্দোলন করবে না বিএনপি। আমরা জানি তিনি (শেখ হাসিনা) তা করবেন না। আমরা শিগগিরই সরকার পতনের আন্দোলন ঘোষণা করব।’

গয়েশ্বর বলেন, ‘আমাদের লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের লড়াই দেশের মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি লড়াই হবে তাদের মালিকানা প্রতিষ্ঠিত করার।’ 

রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপি দাবি আদায় করে নেবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন আদায় করে নেব। আমাদের দাবি একটাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। আমরা এই অবৈধ সরকারের পদত্যাগ চাই। সংসদ বাতিল চাই। সরকারকে বলব-নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন।’ 

গয়েশ্বর বলেন, ‘তারা (নিরপেক্ষ সরকার) ক্ষমতায় এসে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। তাদের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আশা করব আওয়ামী লীগও অংশ নেবে। জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে, আর তাতে আমাদের কোনো আপত্তি নেই।’ 

ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে সমাবেশ শেষে পদযাত্রা শুরু করে বিএনপি। পদযাত্রা সাইন্সল্যাব মোড়ে আসার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান নেতা-কর্মীরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত