নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপিসহ সমমনা আরও বেশ কয়েকটি দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধী দল কে হবে সে বিষয়ে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধিদলের দুই সদস্যের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের মনোভাব কেমন ছিল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আওয়ামী লীগের প্রতিনিধিদলের বক্তব্য শুনেছে। বাংলাদেশের বাস্তবতায় এই নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি এসেছে। এখানে ২৭টির মতো দল অংশগ্রহণ করেছে, ১৮৯৬ জন প্রতিযোগিতা করছেন। এই বিষয়গুলো তারা পজেটিভলি নিয়েছে। তারা একটা বিষয় জানতে চেয়েছে, বিরোধী দল কে হবে? তারা আসলে বলার চেয়ে আমাদের কথা বেশি শুনতে আগ্রহী ছিল। মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চায়নি। আমরা আমাদের বক্তব্য বলেছি। নির্বাচনে আমাদের প্রস্তুতি, বিএনপি এল না কেন—এটা বহু আগের জানা কথা। খুব বেশি আলোচনা নয়, তারাও জানে।’
বিরোধী দল কে হবে এই প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে আওয়ামী লীগ কী বলেছে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের ফলাফল বলে দেবে বিরোধী দল কে হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা একটা কথা বলেছি যে, নির্বাচনের টার্ন আউট সন্তোষজনক হবে। এ নির্বাচনে মানুষের আগ্রহ আছে। সারা বাংলাদেশের ভোটারদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে, তাতে টার্ন আউট নিয়ে আমাদের উদ্বিগ্নের কোনো কারণ নেই। পাঁচ বছর পরপর নির্বাচন করা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা।’
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ভায়োলেন্সের বিষয়ে কথা বলছে, ভায়োলেন্স করছে, শান্তিপূর্ণ নির্বাচনকে ভায়োলেন্স করতে চাচ্ছে।
বাংলাদেশের নির্বাচনের চেয়ে ইউক্রেন, গাজা, ইসরায়েল, ফিলিস্তিন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মাথা ব্যথা দাবি করে কাদের বলেন, তাদের এখন মাথা ব্যথা ইউক্রেন নিয়ে, মাথা ব্যথাটা গাজা, ইসরায়েল, ফিলিস্তিন। এসব প্রসঙ্গ বিশ্বরাজনীতিতে প্রকট। তারা বেশি মাথা ঘামাচ্ছে ওসব নিয়ে।
তিনি বলেন, স্বতন্ত্র শুধু কি আওয়ামী লীগের লোকেরা? সেটা জানতে চেয়েছে। আমরা বলেছি সেটা ঠিক না। বাইরের লোকও স্বতন্ত্র নির্বাচন করছে। অনেকে বিএনপি থেকে এসেও স্বতন্ত্র নির্বাচন করছে। বেশির ভাগ আওয়ামী লীগ তবে সব স্বতন্ত্র আওয়ামী লীগের না।
দলীয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ নেতারা কাজ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এটা উন্মুক্ত। সেই অধিকার তাঁদের দেওয়া হয়েছে। যে স্বতন্ত্র সে আওয়ামী লীগের, তাঁর সঙ্গে অন্য আওয়ামী লীগ কাজ করলে দোষের কিছু আছে সেটা বলা হয়নি।
এমপি, জেলা সভাপতিসহ ১৭ নেতাকে বাগমারা উপজেলা আওয়ামী লীগের বহিষ্কার প্রসঙ্গে কাদের বলেন, ‘কাউকে বহিষ্কারের ক্ষমতা জেলা ও উপজেলা পর্যায়ের কাউকে দেওয়া হয়নি। তাঁরা কেন্দ্রের কাছে সুপারিশ করতে পারে।’
টিআইবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘টিআইবি হলো বিএনপির শাখা সংগঠন, মতাদর্শের। বিএনপি যা বলে টিআইবি তা বলে, টিআইবি যা বলে বিএনপি তা বলে। আমি টিআইবি ইন্টারন্যাশনাল এর কথা বলিনি। বাংলাদেশের কথা বলেছি।’
ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে ওবায়দুল কাদের ছাড়া আরও উপস্থিত ছিলেন—দলটির অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, উপপ্রচার সম্পাদক আবদুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। ইইউ প্রতিনিধি দলে ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড ও রেবেকা কক্স।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপিসহ সমমনা আরও বেশ কয়েকটি দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধী দল কে হবে সে বিষয়ে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধিদলের দুই সদস্যের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের মনোভাব কেমন ছিল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আওয়ামী লীগের প্রতিনিধিদলের বক্তব্য শুনেছে। বাংলাদেশের বাস্তবতায় এই নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি এসেছে। এখানে ২৭টির মতো দল অংশগ্রহণ করেছে, ১৮৯৬ জন প্রতিযোগিতা করছেন। এই বিষয়গুলো তারা পজেটিভলি নিয়েছে। তারা একটা বিষয় জানতে চেয়েছে, বিরোধী দল কে হবে? তারা আসলে বলার চেয়ে আমাদের কথা বেশি শুনতে আগ্রহী ছিল। মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চায়নি। আমরা আমাদের বক্তব্য বলেছি। নির্বাচনে আমাদের প্রস্তুতি, বিএনপি এল না কেন—এটা বহু আগের জানা কথা। খুব বেশি আলোচনা নয়, তারাও জানে।’
বিরোধী দল কে হবে এই প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে আওয়ামী লীগ কী বলেছে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের ফলাফল বলে দেবে বিরোধী দল কে হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা একটা কথা বলেছি যে, নির্বাচনের টার্ন আউট সন্তোষজনক হবে। এ নির্বাচনে মানুষের আগ্রহ আছে। সারা বাংলাদেশের ভোটারদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে, তাতে টার্ন আউট নিয়ে আমাদের উদ্বিগ্নের কোনো কারণ নেই। পাঁচ বছর পরপর নির্বাচন করা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা।’
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ভায়োলেন্সের বিষয়ে কথা বলছে, ভায়োলেন্স করছে, শান্তিপূর্ণ নির্বাচনকে ভায়োলেন্স করতে চাচ্ছে।
বাংলাদেশের নির্বাচনের চেয়ে ইউক্রেন, গাজা, ইসরায়েল, ফিলিস্তিন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মাথা ব্যথা দাবি করে কাদের বলেন, তাদের এখন মাথা ব্যথা ইউক্রেন নিয়ে, মাথা ব্যথাটা গাজা, ইসরায়েল, ফিলিস্তিন। এসব প্রসঙ্গ বিশ্বরাজনীতিতে প্রকট। তারা বেশি মাথা ঘামাচ্ছে ওসব নিয়ে।
তিনি বলেন, স্বতন্ত্র শুধু কি আওয়ামী লীগের লোকেরা? সেটা জানতে চেয়েছে। আমরা বলেছি সেটা ঠিক না। বাইরের লোকও স্বতন্ত্র নির্বাচন করছে। অনেকে বিএনপি থেকে এসেও স্বতন্ত্র নির্বাচন করছে। বেশির ভাগ আওয়ামী লীগ তবে সব স্বতন্ত্র আওয়ামী লীগের না।
দলীয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ নেতারা কাজ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এটা উন্মুক্ত। সেই অধিকার তাঁদের দেওয়া হয়েছে। যে স্বতন্ত্র সে আওয়ামী লীগের, তাঁর সঙ্গে অন্য আওয়ামী লীগ কাজ করলে দোষের কিছু আছে সেটা বলা হয়নি।
এমপি, জেলা সভাপতিসহ ১৭ নেতাকে বাগমারা উপজেলা আওয়ামী লীগের বহিষ্কার প্রসঙ্গে কাদের বলেন, ‘কাউকে বহিষ্কারের ক্ষমতা জেলা ও উপজেলা পর্যায়ের কাউকে দেওয়া হয়নি। তাঁরা কেন্দ্রের কাছে সুপারিশ করতে পারে।’
টিআইবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘টিআইবি হলো বিএনপির শাখা সংগঠন, মতাদর্শের। বিএনপি যা বলে টিআইবি তা বলে, টিআইবি যা বলে বিএনপি তা বলে। আমি টিআইবি ইন্টারন্যাশনাল এর কথা বলিনি। বাংলাদেশের কথা বলেছি।’
ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে ওবায়দুল কাদের ছাড়া আরও উপস্থিত ছিলেন—দলটির অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, উপপ্রচার সম্পাদক আবদুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। ইইউ প্রতিনিধি দলে ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড ও রেবেকা কক্স।
নির্বাচন ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে দফায় দফায়। সংস্কারের অন্যতম বড় জায়গা সংবিধান। এই জায়গাতে অনেক বিষয়ে আপত্তি আছে দেশের অন্যতম বড় দল বিএনপির।
১০ ঘণ্টা আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার
১৪ ঘণ্টা আগেনির্বাচন ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে দফায় দফায়। সংস্কারের অন্যতম বড় জায়গা সংবিধান। এই জায়গাতে অনেক বিষয়ে আপত্তি আছে দেশের অন্যতম বড় দল বিএনপির। সংবিধান সংশোধনে গণভোট, ৭০ অনুচ্ছেদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিলসহ আপত্তির জায়গাগুলো গতকাল বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য ক
১৫ ঘণ্টা আগেলন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে নির্বাচন, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
১৭ ঘণ্টা আগে