Ajker Patrika

আর নয় প্রতিবাদ, এখন থেকে প্রতিরোধ: গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৫৩
Thumbnail image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘আজ বাংলাদেশ ধর্ষিত, আজ দেশের স্বাধীনতা ধর্ষিত, আজ দেশের সার্বভৌমত্ব ধর্ষিত। আমি বলতে চাই, আর নয় প্রতিবাদ, এখন থেকে প্রতিশোধ, এখন থেকে প্রতিরোধ।’

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘নারী সমাজের ওপর অপমানের শেষ কোথায়’ শীর্ষক এই মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম।

মানববন্ধনে বাবু গয়েশ্বর বলেন, ‘আজকে সকল পেশার মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। শত নির্যাতনের মধ্যেও তারা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেনি। এটাই আমাদের ভরসা। এটা দেখে আমরা আশাবাদী, আমরা শেষ সংগ্রাম করতে পারব।’

ছাত্রলীগের সংশ্লিষ্টতার বিষয়ে গয়েশ্বর বলেন, ‘আজকে ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) কী জবাব দেবেন? একটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ধর্ষণের সেঞ্চুরি পালিত হয়, সেই বিশ্ববিদ্যালয়ে যাঁরা লেখাপড়া করেন অথবা যাঁরা শিক্ষকতা করেন, তাঁদের মানসম্মান কোথায় থাকবে?’

সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আজকের এই মানববন্ধন প্রতিবাদের মানববন্ধন নয়, এটা হলো প্রতিরোধের মানববন্ধন। আমরা প্রতিরোধ গড়ে তুলব। কিছুদিন আগে আমি, ডামি দিয়ে ভুয়া নির্বাচন করে একটা অবৈধ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। তাদেরই সোনার ছেলেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে ধর্ষণ করেছে। শুধু একজন নারী নয়, এদের কীর্তিকাহিনি অনেক। এই সোনার ছেলেদের হাতে তারা লাঠি তুলে দিয়েছে, এই সোনার ছেলেদের হাতে তারা হাতুড়ি তুলে দিয়েছে, এই সোনার ছেলেদের মাথায় হেলমেট পরিয়ে তাদের দিয়ে সাধারণ মানুষের ওপরে অত্যাচার-নির্যাতন করে। আজকে তারা সোনায় সোহাগা হয়ে একের পর এক অপকর্ম করছে।’ 

নারীদের ওপর ধর্ষণের বিরুদ্ধে ছাত্রসমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের তরুণ সমাজ, ছাত্রসমাজসহ সমগ্র জনগণকে রাস্তায় নেমে আসতে হবে। তা না হলে এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারব না।’

মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত