নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিবার ও নিজের ওপর মব এড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদ ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে চারুকলা ছাত্র ইউনিয়ন। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ছাত্রসংগঠনটি এমনটি জানায়।
ছাত্র ইউনিয়নের চারুকলা অনুষদের দপ্তর সম্পাদক মৃধা রাইয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাকিল, ৯ জুন দিবাগত রাতে আত্মহত্যা করেন বলে জানা যায়। এই বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চারুকলা অনুষদ গভীরভাবে শোকাহত। তাঁর অকালে চলে যাওয়া কারও কাছেই কাম্য নয়। মৃত্যুর আগে তিনি জানিয়ে যান তাঁর সঙ্গে কতিপয় ব্যক্তির ভুল-বোঝাবোঝির জের ধরে শাকিলের ওপর অনলাইন মব চালানো হয় এবং তাঁর পরিবারের ওপর হুমকি দেয়। শাকিল এই মব এড়ানোর জন্য আত্মহত্যা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সর্বস্তরে উগ্রবাদীরা মব চালাচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। এই মব কালচারের ওপর ভর করেই ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে তারা। সরকারের এই অব্যবস্থাপনা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে বিচারহীনতার সংস্কৃতি শাকিলের অকাল মৃত্যুর জন্য দায়ী। এর দায়ভার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। শাকিলের ওপর মব সৃষ্টিকারী প্রতিটি ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় মানিকগঞ্জের সিঙ্গাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে তাঁকে অনলাইনে ও বাসায় গিয়ে নানা হুমকি দেওয়া হয়।
পরিবার ও নিজের ওপর মব এড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদ ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে চারুকলা ছাত্র ইউনিয়ন। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ছাত্রসংগঠনটি এমনটি জানায়।
ছাত্র ইউনিয়নের চারুকলা অনুষদের দপ্তর সম্পাদক মৃধা রাইয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাকিল, ৯ জুন দিবাগত রাতে আত্মহত্যা করেন বলে জানা যায়। এই বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চারুকলা অনুষদ গভীরভাবে শোকাহত। তাঁর অকালে চলে যাওয়া কারও কাছেই কাম্য নয়। মৃত্যুর আগে তিনি জানিয়ে যান তাঁর সঙ্গে কতিপয় ব্যক্তির ভুল-বোঝাবোঝির জের ধরে শাকিলের ওপর অনলাইন মব চালানো হয় এবং তাঁর পরিবারের ওপর হুমকি দেয়। শাকিল এই মব এড়ানোর জন্য আত্মহত্যা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সর্বস্তরে উগ্রবাদীরা মব চালাচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। এই মব কালচারের ওপর ভর করেই ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে তারা। সরকারের এই অব্যবস্থাপনা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে বিচারহীনতার সংস্কৃতি শাকিলের অকাল মৃত্যুর জন্য দায়ী। এর দায়ভার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। শাকিলের ওপর মব সৃষ্টিকারী প্রতিটি ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় মানিকগঞ্জের সিঙ্গাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে তাঁকে অনলাইনে ও বাসায় গিয়ে নানা হুমকি দেওয়া হয়।
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি থেকে চারজন পদত্যাগ করেছেন। গতকাল রোববার ও আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।
৭ ঘণ্টা আগে‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে চাঁদাবাজি আর দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম, এই চাঁদাবাজ আর মাফিয়াদের যে সিস্টেম, সেই সিস্টেমের পতন চাই। কিন্তু দেখেছি, সেই সিস্টেমকে টিকিয়ে রেখেছে একটি দল। চাঁদাবাজি আর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল।’
১০ ঘণ্টা আগেআজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ‘যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে, তারা গণতন্ত্রের শত্রু; যারা দেশের বিরুদ্ধে বলে, তারা গণতন্ত্রের শত্রু; তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে।’
১০ ঘণ্টা আগেবিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ড. এ কে এম ওয়াহিদুজ্জামান গতকাল রোববার (১৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এনসিপি নেতা ইমামুর রশিদের সাত লাখ টাকা নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
১০ ঘণ্টা আগে