Ajker Patrika

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা পরিকল্পিত: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২১: ৩৭
Thumbnail image

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ‘বর্বরোচিত হামলা’ পরিকল্পিত বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলা–মামলা বন্ধ এবং হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। 

আজ সোমবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন দলের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

নেতারা বলেন, গত রাত থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সরকারের বিভিন্ন মহল, প্রশাসনের হুমকি ও ছাত্রলীগের হামলার প্রস্তুতি চলতে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটতে থাকে। আজ দুপুরে ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারীদের হামলায় শতাধিক ছাত্রছাত্রীর আহত হওয়ার ঘটনায় প্রমাণিত হয়, এই হামলা পরিকল্পিত।

বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর হামলা বন্ধ ও হামলাকারীদের গ্রেপ্তার, কালক্ষেপণ না করে কোটার যৌক্তিক সংস্কার ঘোষণা এবং পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত