Ajker Patrika

স্বাস্থ্য পরীক্ষা শেষে ১ মাস পর দেশে ফিরেছেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৮: ৪৬
Thumbnail image

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ মঙ্গলবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

এ সময় রওশন এরশাদের সঙ্গে তাঁর ছেলে রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ ও ছেলের স্ত্রী মাহিমা এরশাদও ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান। 
 
তিনি জানান, বিমানবন্দরে পৌঁছালে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্সহ বিভিন্ন পর্যায়ের নেতারা রওশন এরশাদকে স্বাগত জানান। 

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর থেকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। দীর্ঘ আট মাস পর গত ২৭ জুন দেশে ফিরেছিলেন রওশন এরশাদ। এরপর ৫ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও থাইল্যান্ড যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত