নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পবিত্র সংবিধানকে সমুন্নত রাখতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন। পাশাপাশি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করবেন।’
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে আজ সোমবার এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কাদের।
আওয়ামী লীগের সভাপতি এবং সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেন বলে জানান কাদের। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নং আইন)-এর ধারা ৭ মোতাবেক তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।’
বিবৃতিতে কাদের বলেন, ‘বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সাহাবুদ্দিন তাঁর যোগ্যতা-দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমাণ উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন।’
নবনির্বাচিত রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রশ্নে অবিচল থেকে আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে দিক-নির্দেশনা দেবেন বলে মনে করে ওবায়দুল কাদের।
বাঙালি জাতির হাজার বছরের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্ভাসিত গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের চলমান সংগ্রামে অন্যতম সারথির ভূমিকায় অবতীর্ণ হবেন নব নির্বাচিত রাষ্ট্রপতি বলে মনে করেন কাদের।
রাষ্ট্রপতি পদে স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনে মো. সাহাবুদ্দিনের সার্বিক সফলতা প্রত্যাশা করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পবিত্র সংবিধানকে সমুন্নত রাখতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন। পাশাপাশি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করবেন।’
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে আজ সোমবার এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কাদের।
আওয়ামী লীগের সভাপতি এবং সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেন বলে জানান কাদের। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নং আইন)-এর ধারা ৭ মোতাবেক তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।’
বিবৃতিতে কাদের বলেন, ‘বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সাহাবুদ্দিন তাঁর যোগ্যতা-দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমাণ উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন।’
নবনির্বাচিত রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রশ্নে অবিচল থেকে আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে দিক-নির্দেশনা দেবেন বলে মনে করে ওবায়দুল কাদের।
বাঙালি জাতির হাজার বছরের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্ভাসিত গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের চলমান সংগ্রামে অন্যতম সারথির ভূমিকায় অবতীর্ণ হবেন নব নির্বাচিত রাষ্ট্রপতি বলে মনে করেন কাদের।
রাষ্ট্রপতি পদে স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনে মো. সাহাবুদ্দিনের সার্বিক সফলতা প্রত্যাশা করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন কাদের।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিকে ন্যায্য উল্লেখ করে সরকারকে তাঁদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারও দল গোছানোর কিংবা বন্ধু জোগাড়ের জন্য সময় লাগলেও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বিলম্বিত হতে পারে না। তিনি বলেন, ভোট দেওয়া জনগণের মৌলিক মানবাধিকার। এই অধিকার ফিরিয়ে দিতেই হবে।
১ ঘণ্টা আগেশিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কারের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা করেছে সংগঠনটি।
১৭ ঘণ্টা আগেমানবিক করিডরের নামে বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করে যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলছেন, বাংলাদেশের জনগণ দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় জড়িত...
২০ ঘণ্টা আগে