Ajker Patrika

নতুন রাষ্ট্রপতির কাছে ওবায়দুল কাদেরের যত আশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন রাষ্ট্রপতির কাছে ওবায়দুল কাদেরের যত আশা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পবিত্র সংবিধানকে সমুন্নত রাখতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন। পাশাপাশি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করবেন।’

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে আজ সোমবার এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কাদের। 

আওয়ামী লীগের সভাপতি এবং সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেন বলে জানান কাদের। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নং আইন)-এর ধারা ৭ মোতাবেক তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।’ 

বিবৃতিতে কাদের বলেন, ‘বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সাহাবুদ্দিন তাঁর যোগ্যতা-দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমাণ উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন।’ 

নবনির্বাচিত রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রশ্নে অবিচল থেকে আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে দিক-নির্দেশনা দেবেন বলে মনে করে ওবায়দুল কাদের। 

বাঙালি জাতির হাজার বছরের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্ভাসিত গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের চলমান সংগ্রামে অন্যতম সারথির ভূমিকায় অবতীর্ণ হবেন নব নির্বাচিত রাষ্ট্রপতি বলে মনে করেন কাদের। 

রাষ্ট্রপতি পদে স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনে মো. সাহাবুদ্দিনের সার্বিক সফলতা প্রত্যাশা করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন কাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত