Ajker Patrika

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত, দেখে নিন সুপার ফোরের এই ম্যাচের কিছু মুহূর্ত

লিটন দাস না থাকায় জাকের আলী অনিক নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। দুবাইয়ে সুপার ফোরে গতকাল টস হেরে আগে ব্যাটিং পেয়ে প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭২ রান করে ভারত। পাওয়ার প্লের পরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৬৮ রান। সেই রান তাড়া করতে নেমে জয়ের সম্ভাবনা তৈরি হলেও ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৪১ রানে জিতে ভারত উঠে গেছে ফাইনালে। দেখে নিন বাংলাদেশ-ভারত সুপার ফোরের ম্যাচের কিছু মুহূর্ত।

দুবাইয়ে গতকাল সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। ছবি: এএফপি
দুবাইয়ে গতকাল সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। ছবি: এএফপি
প্রথমে ব্যাটিং পেয়ে বিস্ফোরক শুরু করা ভারতের লাগাম এরপর টেনে ধরেছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার পর এভাবেই উদযাপন করেছেন জাকের আলী অনিক-রিশাদ হোসেনরা। ছবি: এএফপি
প্রথমে ব্যাটিং পেয়ে বিস্ফোরক শুরু করা ভারতের লাগাম এরপর টেনে ধরেছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার পর এভাবেই উদযাপন করেছেন জাকের আলী অনিক-রিশাদ হোসেনরা। ছবি: এএফপি
বোলারদের ঘুম হারাম করে দিতেই যেন ব্যাটিং করতে নামেন অভিষেক শর্মা। ৪৯.৬ গড় ও ২০৬.৬৬ স্ট্রাইকরেটে ২৪৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। দুবাইয়ে গত রাতে বাংলাদেশের বিপক্ষে ৩৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৫ রান করেছেন তিনি। বিস্ফোরক ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়ে দুই ক্যাচ ধরে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন অভিষেক। ছবি: এএফপি
বোলারদের ঘুম হারাম করে দিতেই যেন ব্যাটিং করতে নামেন অভিষেক শর্মা। ৪৯.৬ গড় ও ২০৬.৬৬ স্ট্রাইকরেটে ২৪৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। দুবাইয়ে গত রাতে বাংলাদেশের বিপক্ষে ৩৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৫ রান করেছেন তিনি। বিস্ফোরক ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়ে দুই ক্যাচ ধরে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন অভিষেক। ছবি: এএফপি
ভারতের বিপক্ষে গত রাতে সাইফ হাসান খেলেছেন নিঃসঙ্গ শেরপার মতো। ভারতীয় ফিল্ডারদের পিচ্ছিল হাতের সৌজন্যে চারবার জীবন পেয়েছেন তিনি। ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেছেন সাইফ। তাঁর এমন ইনিংস শুধু বাংলাদেশের হারের ব্যবধানই কমাতে পেরেছে। ছবি: এএফপি
ভারতের বিপক্ষে গত রাতে সাইফ হাসান খেলেছেন নিঃসঙ্গ শেরপার মতো। ভারতীয় ফিল্ডারদের পিচ্ছিল হাতের সৌজন্যে চারবার জীবন পেয়েছেন তিনি। ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেছেন সাইফ। তাঁর এমন ইনিংস শুধু বাংলাদেশের হারের ব্যবধানই কমাতে পেরেছে। ছবি: এএফপি
সতীর্থদের ক্যাচ মিসের ভিড়ে দারুণ ফিল্ডিং করেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। এক্সট্রা কাভার থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দিয়েছেন সূর্যকুমার। তাতেই শেষ হয়ে যায় জাকের আলী অনিকের ইনিংস। ছবি: এএফপি
সতীর্থদের ক্যাচ মিসের ভিড়ে দারুণ ফিল্ডিং করেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। এক্সট্রা কাভার থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দিয়েছেন সূর্যকুমার। তাতেই শেষ হয়ে যায় জাকের আলী অনিকের ইনিংস। ছবি: এএফপি
১৬৯ রান তাড়া করতে নেমে সাইফ হাসান লড়ে গেলেও অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারের আগেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। উইকেট নেওয়ার পর এভাবেই উদযাপন করেছে ভারত। ছবি: এএফপি
১৬৯ রান তাড়া করতে নেমে সাইফ হাসান লড়ে গেলেও অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারের আগেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। উইকেট নেওয়ার পর এভাবেই উদযাপন করেছে ভারত। ছবি: এএফপি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত