লিটন দাস না থাকায় জাকের আলী অনিক নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। দুবাইয়ে সুপার ফোরে গতকাল টস হেরে আগে ব্যাটিং পেয়ে প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭২ রান করে ভারত। পাওয়ার প্লের পরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৬৮ রান। সেই রান তাড়া করতে নেমে জয়ের সম্ভাবনা তৈরি হলেও ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৪১ রানে জিতে ভারত উঠে গেছে ফাইনালে। দেখে নিন বাংলাদেশ-ভারত সুপার ফোরের ম্যাচের কিছু মুহূর্ত।